এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০২ জুন : কর্ণাটকের বেলগাঁও থেকে একটি ন্যাক্কারজনক ঘটনা সামনে এসেছে। ২০২৪ সালের ডিসেম্বরে ৬ জনের একটা দল এক নাবালিকাকে গণধর্ষণ করে। তারা ঘটনাটি মোবাইল ফোনের ক্যামেরায় রেকর্ড করে রেখেছিল। তারপর ভিডিওটি ভাইরাল করার হুমকি দিয়ে তারা তাকে ব্ল্যাকমেইল শুরু করে।
শুধু তাই নয়, ভিডিওটি দেখিয়েও তাদের অপরাধ থামেনি। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে একই ব্যক্তিদের মধ্যে ৩ জন আবার নাবালিকাকে গনধর্ষণ করে। এবার ভুক্তভোগী তার নির্যাতনের কথা পরিবারের কাছে বর্ণনা করে। পরিবার থানায় এফআইআর দায়ের করে, যার পরে ৫ জন অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ কমিশনার বোরসে ভূষণ গুলাবরাও জানিয়েছেন যে ধৃতদের সকলের বয়স ১৮ বছরের বেশি। একজন অভিযুক্ত এখনও পলাতক। এই যুবকদের মধ্যে একজন ২০২৪ সালের ডিসেম্বরে ভুক্তভোগীর সাথে বন্ধুত্ব করে। তারপর তাকে একটি নির্জন এলাকায় ডেকে নিয়ে যায় এবং তার সঙ্গীদের সাথে সামুহিক দুষ্কর্ম চালায় ।।

