এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৭ সেপ্টেম্বর : আজ বুধবার সকালে একটা মর্মান্তিক ঘটনার স্বাক্ষী থাকলো মালদা জেলার মানিকচক থানার ভূতনীর বন্যা কবলিত এলাকার বাসিন্দারা ৷ বাড়ির পাশে বন্যার জলে স্নান করতে গিয়েছিল বছর ১২-এর এক কিশোরী । সেই সময় সে বন্যার জলে সৃষ্টি হওয়া গভীর খালের মধ্যে পড়ে গিয়ে তলিয়ে যায় । গ্রামবাসীদের অভিযোগ যে এনডিআরএফ (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স)-কে বারবার ফোন করা হলেও কোনো দল পাঠানো হয়নি । শেষ পর্যন্ত ১০-১৫ জন গ্রামবাসী বন্যার জলে সাঁতার কেটে তন্নতন্ন করে খুঁজে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে । মৃত কিশোরীর নাম হেমাঙ্গিনী মন্ডল। ভূতনীর পশ্চিম নারায়ণপুরের মহেন্দ্রটোলা এলাকায় তার বাড়ি ।
স্থানীয় সূত্রে খবর, নদীর বাঁধ ভেঙে মানিকচক থানার ভূতনীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে আছে । বহু পরিবার এখনো ভিটেমাটি ছাড়া ।পশ্চিম নারায়ণপুরের মহেন্দ্রটোলা এলাকার বাসিন্দাদের বাড়ির উঠান পর্যন্ত কার্যত বন্যার জল পৌঁছে গেছে। আজ সকালের দিকে বন্ধুবান্ধবদের সঙ্গে বন্যার জলে স্নান করতে গিয়েছিল হেমাঙ্গিনী । সেই সময় হঠাৎ করেই সে জলে তলিয়ে যায় । গ্রামবাসীদের অভিযোগ,এনডিআরএফ-কে ফোন করা হয়েছিল। কিন্তু বেশ কিছুক্ষণ পরেও কোনো ডুবুরির দল না পাঠানো হলে বেশ কিছু গ্রামবাসী নৌকা নিয়ে জলে নেমে জাল ফেলে,কেউ কেউ সাঁতরে খোঁজাখুঁজি শুরু করেন । তাদের ঘন্টা খানেকের প্রচেষ্টায় অবশেষে কিশোরীর নিথর দেহ উদ্ধার হয় । পরে ভূতনী থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ।
জানা গেছে, ভূতনীর পশ্চিম নারায়ণপুরের মহেন্দ্রটোলা এলাকার বাসিন্দা পেশায় প্রান্তিক চাষি বিজয় মন্ডলের একমাত্র সন্তান ছিল হেমাঙ্গিনী । পশ্চিম নারায়ণপুর হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত মেয়েটি ৷ একমাত্র সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বিজয়বাবু ও তার স্ত্রী ।।

