এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০১ সেপ্টেম্বর : ক্রোকস চপ্পলের মধ্যে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে একজন প্রযুক্তিবিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে ৷ মৃত ব্যক্তির নাম মঞ্জু প্রকাশ (৪১)। তার বাড়ি বেঙ্গালুরুর উপকণ্ঠে বানারঘাট্টার রঙ্গনাথ লেআউটে ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ১২.৪৫ মিনিট নাগাদ ।
জানা গেছে,সম্প্রতি একটি দুর্ঘটনায় পায়ের অনুভূতি হারিয়ে ফেলেছিলেন মঞ্জু প্রকাশ । শুক্রবার দুপুরে তিনি ভাইয়ের ক্রোকস চপ্পল পরে বাজার থেকে আখের রস আনতে বেরিয়েছিলেন। কয়েক মিনিট পর তিনি ফিরে আসেন। তারপর তিনি তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু চপ্পলের মধ্যে যে একটা লুকানো বিষাক্ত সাপ তাকে কামড়ে দিয়েছে সেটা তিনি টের পাননি । প্রায় এক ঘন্টা পরে, একজন শ্রমিক চপ্পলের ভেতরে একটি সাপ দেখতে পান এবং তিনি বিষয়টি পরিবারের নজরে আনেন ।
জানা গেছে,একথা শোনার পর পরিবারের লোকজন মঞ্জু প্রকাশের ঘরে ছুটে যান । তখন তারা দেখেন যে মঞ্জু প্রকাশ নিস্তেজ অবস্থায় বিছানায় শুয়ে আছেন এবং তা মুখ দিয়ে ফেনা বের হচ্ছে । তার নাক থেকে রক্তও বের হচ্ছিল। এরপর তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু ডাক্তাররা তাকে জানান যে সে মারা গেছে ।
পরিবার সূত্রে জানা গেছে,২০১৬ সালে একটি বাস দুর্ঘটনায় মঞ্জু প্রকাশ আহত হয়েছিলেন। তার পায়ে গুরুতর আঘাত লাগে । সেই সময় তার অস্ত্রোপচার করা হয় । কিন্তু তিনি তার পায়ের অনুভুতি হারিয়ে ফেলেন। এই ঘটনায় বেঙ্গালুরুর বান্নারঘাট্টা পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে কানাড়া প্রভা ।

