এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২১ জানুয়ারী : ব্ল্যাকবোর্ড ভাঙায় এক পড়ুয়াকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে দিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার স্কুলের এক পার্শ্বশিক্ষক । আজ বুধবার বিকেল তিনটে নাগাদ কাটোয়ার রাজমহিষী দেবী উচ্চ বিদ্যালয়ে । শিক্ষকের নির্মমভাবে মারধরে অচৈতন্য হয়ে পড়ে ওই স্কুলেরই এক স্কুলছুট ছাত্র কার্তিক রাজবংশি(১৬)। তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন । পরে অভিযুক্ত পার্শ্বশিক্ষক রমেন তালুকদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন আহত পড়ুয়ার মা ঝুমা রাজবংশি । তিনি বলেন,’যদি আমার ছেলে কিছু ক্ষতি করে থাকে তাহলে আমরা তার ক্ষতিপূরণ দিয়ে দিতাম। কিন্তু শিক্ষক হয়ে এমন নির্মমভাবে মারবে কেন ? আমরা পুলিশের কাছে অভিযোগ জানাব ৷’ এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গেছে,কাটোয়ার মণ্ডলহাট এলাকায় বাড়ি আহত কার্তিক রাজবংশির । বছর দুয়েক আগে নবম শ্রেণীতে পড়তে পড়তে স্কুল ছেড়ে দেয় সে ।
স্থানীয় সূত্রে খবর,বর্তমানে কাটোয়া রাজমহিষী দেবী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। এদিন স্কুলের মাঠে অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিল কার্তিক। তাদের মধ্যে কয়েকজন বর্তমানে পাঠরত পড়ুয়াও ছিল। খেলার সময় বল লাগে স্কুলের বিদ্যুৎ মিটারের কাঁচ ফেটে যায়। তখন পার্শ্ব শিক্ষক রমেন তালুকদার কার্তিক সহ ওই ছাত্রদের ভৎর্সনা করেন এবং তাদের বাড়ি চলে চলে যেতে বলেন । রমেনবাবুর কথায় বাড়ি ফেরার জন্য শ্রেণীকক্ষের মধ্যে ব্যাগ আনতে ঢোকে কয়েকজন পড়ুয়া । তাদের সঙ্গে যায় কার্তিকও । সেই সময় কয়েকজন স্কুলের ব্ল্যাকবোর্ড ভাঙচুর করে বলে অভিযোগ । নজরে পড়ে গেলে রমেনবাবু ছুটে সেখানে যান কার্তিককে ধরে বেধরক মারধর শুরু করেন । সেই নির্মম মারধর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় কার্তিক। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে ভর্তি করে । এদিকে খবর কানাকানি হতেই প্রতিবেশীরা স্কুলে এলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও কাটোয়া থানার পুলিশ চলে এলে তেমন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি ।।

