এইদিন ওয়েবডেস্ক,দুমকা,৩১ আগস্ট : পরীক্ষায় ফেল করায় এক শিক্ষক ও ২ অশিক্ষক কর্মীকে গাছে বেঁধে বেদম পেটালো নবম শ্রেণীর পড়ুয়ারা । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকার একটি স্কুলে । পড়ুয়াদের অভিযোগ,ওই শিক্ষক ও অশিক্ষিক কর্মীরা পরিকল্পিতভাবে তাদের কম নম্বর দিয়ে ফেল করিয়ে দিয়েছে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
জানা গেছে,ঘটনাটি দুমকার গোপিকান্দার রেসিডেন্সিয়াল স্কুলের । ঝাড়খণ্ড বোর্ড গত শনিবার জেএসি নবম শ্রেণীর ফলাফল ঘোষণা করেছে । আর তাতে দেখা গেছে দুমকার গোপিকান্দার রেসিডেন্সিয়াল স্কুলে নবম শ্রেণীর ৩২ জন পড়ুয়ার মধ্যে ১১ জন ডিডি গ্রেড পেয়েছে বা ফেল বলে বিবেচিত হয়েছে । স্কুলের পক্ষ থেকে এই ফলাফল আপলোডও করা হয়েছে ঝাড়খণ্ড বোর্ডের ওয়েবসাইটে ।
এদিকে ফলাফল ঘোষণা হতেই ফেল করা পড়ুয়ারা ক্ষিপ্ত হয়ে স্কুলের গণিত শিক্ষক কুমার সুমন, কেরানি সোনারাম চৌরে এবং অচিন্ত কুমার মালিককে স্কুল ক্যাম্পাসের একটি আম গাছের সঙ্গে বেঁধে রেখে বেদম পেটায় । কয়েকজন পড়ুয়া সেই দৃশ্য নিজের নিজের মোবাইলে ভিডিও রেকর্ড করে রাখে । ভিডিওতে পড়ুয়াদের বলতে শোনা যায়, “ভিডিও লাইভ কর,সবাই দেখুক”, “ইচ্ছা করে আমাদের জীবন নষ্ট করে দিচ্ছে” প্রভৃতি । এদিকে মারধরের ফলে শিক্ষক ও দুই অশিক্ষক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে ।
জানা গেছে,নির্যাতিতা শিক্ষক আগে ওই স্কুলের অধ্যক্ষ ছিলেন । কোনো কারণে তাঁকে অধ্যক্ষের পদ থেকে অপসারণ করা হয়। মারধরের ঘটনার সময় বেশ কিছু গ্রামবাসীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন । তাদের অভিযোগ,প্রাক্টিক্যালে কম নম্বর দেওয়ার কারনেই ওই পড়ুয়ারা ফেল করেছে । স্থানীয় বিডিও অনন্ত ঝা বলেন,’স্কুল ম্যানেজমেন্ট ব্যবহারিক পরীক্ষার নম্বর দেখাতে পারেননি, এমনকি অনলাইনে আপলোড করার তারিখ পর্যন্ত দেখাতে পারেননি । পড়ুয়ারা থিওরি বা প্রাক্টিক্যাল পরীক্ষায় ফেল করেছে কিনা তা এখনও পরিষ্কার নয় ৷’।