এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৬ ডিসেম্বর : চুরি, দুর্নীতি,মদ্যপান প্রভৃতির অভিযোগে ১১ জন পুরুষ এবং একজন মহিলাকে প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছিল । তালিবানদের আমন্ত্রণে প্রচুর মানুষ জড়ো হয়েছিল সাজা দেখার জন্য । নিজের মোটরসাইকেলটি সাজাস্থলের কিছুটা পাশেই হ্যান্ডেল লক করে রেখে সাজা কার্যকর করতে চাবুক হাতে নিয়ে অভিযুক্তদের সামনে এসে দাঁড়ান এক তালিবান জঙ্গি । অপরাধ বিশেষে কাউকে ২০ বার,কাউকে ৪০ বার করে চাবকাচ্ছিলে তিনি । এদিকে তখন ভিড়ের সূযোগ নিয়ে ওই জঙ্গির বাইকের হ্যান্ডেল লক ভেঙে বাইকটি নিয়ে চম্পট দিল চোর । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের ঘোর প্রদেশের ২৪ কোস এলাকায় ৷ এমনিতেই সন্ত্রাসবাদী সংগঠন তালিবানের জঙ্গিদের ভয়ে সর্বদা তটস্থ সাধারণ আফগানিরা । এমন পরিস্থিতিতে এক তালিবান জঙ্গির বাইক চুরি করে পালানোয় চোরের দুসাহস দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা ।
জানা গেছে,সাজা সম্পন্ন হওয়ার পর ওই তালিবান জঙ্গি বাইরে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি উধাও হয়ে গেছে । তারপর তিনি রীতিমতো হম্বিতম্বি শুরু করে দেন । এদিকে বেগতিক বুঝে যে যার বাড়ি পালিয়ে যান স্থানীয় বাসিন্দারা । এই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে যায় এলাকায় । যদিও শুক্রবার সকাল পর্যন্ত মোটরসাইকেলটি উদ্ধার বা চোরের কোনো হদিশ করতে পারেনি তালিবানরা ।
জানা গেছে,সম্প্রতি ওই ১২ জনকে প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা শুনিয়েছিল তালিবানের ফৌজদারি আদালত । ঘোর প্রদেশের ২৪ কোস এলাকার একটি খেলার মাঠে সাজা কার্যকর করা হয় । তার আগে সাজা দেখার জন্য এলাকাবাসীকে মাঠে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছিল তালিবানরা । তালিবানের আমন্ত্রণে প্রচুর মানুষ মাঠে উপস্থিতও হয়েছিল । উল্লেখ্য,গত এক মাসে তালিবানরা এই প্রদেশে কয়েক ডজন মানুষকে জনগণের সামনে বেত্রাঘাত করার সাজা দিয়েছে ।।