এইদিন ওয়েবডেস্ক,স্টকহোম,০৫ আগস্ট : এবার এক ইরানি বংশোদ্ভূত সুইডিশ মহিলাকে প্রকাশ্য রাস্তায় কোরান পুড়িয়ে প্রতিবাদ জানাতে দেখা গেল । সুইডেনের রাজধানী স্টকহোমে মালারেন লেকের তীরে ব্রোমা জেলার আংবিবাদেত সৈকতে কোরানের কপি পোড়ান ৪৭ বছরের বাইরামি মারজান নামে ওই মহিলা । কোরান পোড়ানোর পর মহিলা বলেন,’সব ধর্ম ধ্বংস করতে হবে ।’
প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে সুইডেন ও ডেনমার্কে কোরান পোড়ানোর একাধিক ঘটনা ঘটেছে । বেশিরভাগ মুসলিম দেশ এই ঘটনার নিন্দা করেছে এবং কেউ কেউ উভয় দেশের রাষ্ট্রদূতদের ডেকে প্রতিবাদ জানিয়েছে । গত মাসে কোরানের একটি কপি পোড়ানোর পর শত শত ইরাকি বিক্ষোভকারী স্টকহোমে সুইডিশ দূতাবাসে হামলা চালায় । ইরাকের রাজধানী বাগদাদেও সুইডিশ দূতাবাসে হামলার ঘটনা ঘটে । এদিকে কোরান পোড়ানোর জন্য উদ্ভুত নিরাপত্তা পরিস্থিতির কথা ভেবে সুইডেনের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে । ডেনিশ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে,’কর্তৃপক্ষ আজ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নির্দিষ্ট এবং বর্তমান হুমকির প্রতিক্রিয়া জানাতে ডেনমার্কে কারা প্রবেশ করছে তার উপর ফোকাস বাড়াতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে ।’।