নীল পাঠক,নন্দীগ্রাম(পূর্ব মেদিনীপুর),২৮ ডিসেম্বর : বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ের সাইনবোর্ডটি খুলে ফেলা হয়েছিল । তখনই জানানো হয়েছিল ওই কার্যালয়টি সহায়তা কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে । যাতে নন্দীগ্রামের মানুষ তাঁদের সমস্যার কথা জানাতে পারেন । সেই কথামত সোমবার কার্যালয়ে লাগানো হল ‘শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের সহায়তা কেন্দ্র’ লেখা নতুন সাইন বোর্ড ।
গত ১৬ ডিসেম্বর বুধবার বিকেল ৪টা নাগাদ বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন আসেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী । এদিকে প্রায় একই সময়ে খুলে ফেলা হয় নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের সাইন বোর্ডটি । নন্দীগ্রাম-১ ব্লকের টেঙ্গুয়া মোড়ের অনতিদূরে নন্দনায়েকবাড়ে ছিল ওই কার্যালয়টি । শুভেন্দু অধিকারী ২০১৬ সালে নন্দীগ্রামের বিধায়ক হওয়ার পর ওই কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন । শুরু করেছিলেন জনতার দরবার । এলাকার মানুষ সেখানে তাঁদের অভাব অভিযোগ লিখিতভাবে জমা দিতে পারতেন ।
কিন্তু বিধায়ক পদ থেকে শুভেন্দু অধিকারী ইস্তফা দেওয়ার পরেই ‘বিধায়ক কার্যালয়’ লেখা সাইনবোর্ডটি খুলে ফেলা হয় । তার পরিবর্তে এদিন সহায়তা কেন্দ্রের বোর্ড লাগানো হয় । কার্যালয়ের দায়িত্বে থাকা রাজা দত্ত বলেন, ‘আগের মতোই এলাকার মানুষ শুভেন্দু অধিকারীর কাছে তাঁদের অভাব অভিযোগ জানাতে পারবেন । জনগণের সমস্যা সমাধানের চেষ্টা করবেন শুভেন্দুবাবু।’।