এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,০৬ এপ্রিল : আমেরিকায় ফের বর্ণবিদ্বেষের শিকার হলেন ভারতীয় বংশোদ্ভূত এক ছাত্র । এবারে আমেরিকার ওহিওতে একজন ভারতীয় বংশোদ্ভূত ছাত্র খুন হয়েছেন । পুলিশ মামলাটির তদন্ত করছে । আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত ছাত্রদের মৃত্যুর সিরিজের মধ্যে এটি সর্বশেষ ঘটনা । বিগত তিন মাসে এনিয়ে ১০ জন ভারতীয়ের মৃত্যু হল আমেরিকায় ।
নিউইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেল শুক্রবার বলেছেন যে ওহাইওর ক্লিভল্যান্ডে উমা সত্য সাই গাড্ডে-র মৃত্যুতে “গভীরভাবে দুঃখিত”। মৃত্যুর বিষয়ে পুলিশ তদন্ত করছে । ভারতে মৃতের পরিবারের সাথে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে ।একটি টুইট বার্তায়, কনস্যুলেট বলেছে যে উমা গড্ডের মৃতদেহ ভারতে দ্রুত পাঠানোর সমস্ত সম্ভাব্য সহায়তা দেওয়া হচ্ছে।
চলতি বছরে আমেরিকায় অন্তত অর্ধ ডজন ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু হয়েছে। আমেরিকায় বর্ণবিদ্বেষী হামলার সংখ্যায় উদ্বেগজনক বৃদ্ধি ভারতীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে ।গত মাসে, অমরনাথ ঘোষ, নামে ৩৪ বছর বয়সী ভারতের একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পীকে মিসৌরির সেন্ট লুইসে গুলি করে খুন করে দুষ্কৃতীরা ।
গত ৫ ফেব্রুয়ারী পারডু ইউনিভার্সিটির ২৩ বছর বয়সী ভারতীয়-আমেরিকান ছাত্র সমীর কামাথকে ইন্ডিয়ানার একটি সংরক্ষণ কেন্দ্রে মৃত অবস্থায় পাওয়া যায়। আমেরিকায় বসবাস ক্রমশ বিপজ্জনজ হয়ে উঠছে ভারতীয়দের জন্য । গত মার্চ মাসে ভারতের অন্ধ্র প্রদেশের একজন ২০ বছর বয়সী ছাত্র, পারুচুরি অভিজিৎ, অজ্ঞাত আততায়ীদের হাতে খুন হয়েছিলেন, এবং তার মৃতদেহ পরে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জঙ্গলের গভীরে একটি গাড়িতে ফেলে দেওয়া হয়েছিল৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এটি ছিল নবম বর্ণবিদ্বেষী হত্যার ঘটনা ।।