এইদিন ওয়েবডেস্ক,২১ নভেম্বর : আজ শুক্রবার সাতসকালেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশ। ভারতীয় সময় সকাল প্রায় ১০ নাগাদ ভূকম্পন অনুভূত হয় কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে। ভূকম্পনের অবস্থান ছিল— অক্ষাংশ: ২৩.৭৭° উত্তর,দ্রাঘিমা: ৯০.৫১° পূর্ব (মাধবদী, ঢাকা)।
ভূমিকম্পে পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর না পাওয়া গেলেও বাংলাদেশে প্রাণহানির খবর পাওয়া গেছে । রাজধানী ঢাকায় ভূমিকম্পের ভয়াবহ এই কম্পনে বংশাল এলাকার কসাইটুলিতে ৫ তলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন পথচারীর মৃত্যু হয়েছে। ভূমিকম্পের আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের চারতলা থেকে লাফিয়ে পড়ে ১০ শিক্ষার্থী আহত হয়েছে । পাশাপাশি ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে একটি ৫ তলা ভবনের একাংশ ধসে পড়েছে। সেই সাথে বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে ।।

