প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৩ ডিসেম্বর : হকি খেলায় গ্রামীণ এলাকার যুবক যুবতীদের আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগী হল হকি বেঙ্গল অ্যাসোসিয়েশন । সেই লক্ষ্য পূরনে তাঁদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । চলতি মাসেই মন্ত্রীর বিধানসভা এলাকা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-১ ব্লকের শ্রীরামপুর ইউনাইটেড হাই স্কুলের মাঠে রাজ্যস্তরের হকি টুর্ণামেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । হকি বেঙ্গল অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল শুক্রবার শ্রীরামপুর ইউনাইটেড হাই স্কুলের মাঠ পরিদর্শন করেন।রাজ্য স্তরের হকি প্রতিযোগীতা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে প্রথম অনুষ্ঠিত হবে জেনে খুশি জেলার ক্রীড়া মহল ।
এক সময়ে হকি ছিল ভারতের অন্যতম জনপ্রিয় খেলা।১৯২৮ থেকে ১৯৫৬ সাল , এই সময় কালে ভারতীয় হকি দল ৬ টি অলিম্পিকে সোনা জিতেছিল ।সেই কারণে এই সময় কালকে ভারতীয় হকির স্বর্ণযুগ বালা হয় । পরবর্তীতে ১৯৭৫ সালে বিশ্বকাপও জিতেছিল ভারতীয় হকি দল।এত সাফল্যের পরেও বর্তমান সময়কালের যুবক যুবতীরা হকি খেলার অনাগ্রহী পড়ার বিষয়টি ভাবিয়ে তোলে মন্ত্রী স্বপন দেবনাথ কে । তাই তিনি নিজের বিধানসভা এলাকার ভাল কোন মাঠে
বড় ধরণের হকি টুর্ণামেট করার পরিকল্পনা নেন। যোগাযোগ করেন হকি বেঙ্গল অ্যাসোসিয়েশনের সঙ্গে। মন্ত্রী আহ্বানে সাড়া দেয় অ্যাসোসিয়েশন ।
এদিন পূর্বস্থলীর মাঠে দাঁড়িয়ে হকি বেঙ্গল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী ইস্তেয়াক আলি বলেন, ‘রাজ্যের বিভিন্ন জেলার হকি টিমকে নিয়ে পূর্বস্থলীতে একটি ’ষ্টেট চ্যাম্পিয়নশিপ’ করা হবে । আগামী ১৬ ডিসেম্বর থেকে পুরুষদের নিয়ে তিনটি বিভাগে টুর্নামেন্টটি শুরু হবে। এছাড়াও মেয়েদের জন্যও এখানে একটি ন্যাশনাল ক্যাম্প করা হবে।এখান থেকেই যোগ্য হকি খেলোয়াড়দের নির্বাচন করা হবে।’
মন্ত্রী স্বপন দেবনাথ জানান,“হকি বেঙ্গল অ্যাসোসিয়েশন গ্রামেগঞ্জে টুর্নামেন্ট করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে । এক বছর আগে তা জানতে পেরে তিনি অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন।নিজের বিধানসভা এলাকায় তিনি বড় হকি টুর্নামেন্ট করতে চান বলে জানিয়ে রাখেন । এইদিন এলাকায় এসে
অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা শ্রীরামপুর ইউনাইটেড হাইস্কুলের মাঠটি ওনারা পছন্দ বলে জানিয়ে দেন । মাঠটিকে হকি টুর্নামেন্টের
উপযোগী করে তোলার কাজ শিঘ্র শুরু হবে । স্বপনবাবু এদিন আক্ষেপ প্রকাশ করে বলেন ,
“একসময় গুরুবক্স সিংয়ের মত খেলোয়াড়রা বাংলার হয়ে হকি খেলে আন্তর্জাতিক স্তরে সুনাম কুড়িয়েছেন । কিন্তু এখনকার ছেলেমেয়েরা কি কারণে হকি খেলায় অনাগ্রী হয়ে পড়লো সেটাই আশ্চর্য্যের বিষয় ।’ মন্ত্রী জানিয়ে দেন,গ্রামেগঞ্জে হকি খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে ও হকি খেলার প্রতি যুবক-যূবতীদের আগ্রহ বাড়াতেই তিনি এই টুর্নামেন্টের আয়োজনের উদ্যোগ নিয়েছেন ।।