এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া ও ভাতার, ২৬ নভেম্বর ঃ করোনা মহামারি থেকে মুক্তির কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হল কাটোয়া ও ভাতারে ৷ কাটোয়ায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করল পুরোহিতদের সংগঠন । অন্যদিকে ভাতারে মাজারে চাদর চড়ালেন মুসলিম ধর্মপ্রান মানুষ । বৃহস্পতিবার কাটোয়া শহরের নজরুল মুক্তমঞ্চে এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ট্রাষ্ট ।কাটোয়া মহকুমার বিভিন্ন এলাকা থেকে একাধিক পুরোহিত এই যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহন করেন । তাঁরা শাস্ত্রীয় রীতি মেনে এই যজ্ঞানুষ্ঠান করেন । বিশ্বকে করোনা থেকে মুক্ত করার কামনার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনাও করা হয় এই যজ্ঞে । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় । সংগঠনের পক্ষ থেকে অলোক মুখোপাধ্যায় বলেন, ‘বিশ্ব থেকে করোনা নামক মহামারীকে দুর করতেই আমাদের সংগঠনের পক্ষ থেকে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। করোনা থেকে মুক্তির জন্য আমরা মানত করেছি।’
পাশাপাশি এদিন ভাতার থানার ওড়গ্রামে সৈয়দ শাহ পীরবাবার মাজারে গিয়ে করোনা থেকে মুক্তির কামনায় চাদর চড়ালেন কয়েকজন স্থানীয় কিছু ধর্মপ্রাণ মানুষ । বিশ্বকে করোনা থেকে মুক্তির কামনায় এদিন দীর্ঘক্ষন নমাজ পাঠও করা হয় ৷।