এইদিন ওয়েবডেস্ক,গোপালগঞ্জ(বাংলাদেশ),১৩ মে : মদ কেনার টাকা না দেওয়ায় নিজের প্রৌঢ় বাবাকে শিরোচ্ছেদ করে খুন করে পালালো ছেলে । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গোপালগঞ্জ শহরের পার্শ্ববর্তী চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় । নিহতের নাম ইসমাইল কাজী (৫৫)। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে পলাতক তার মেজ ছেলে অভিযুক্ত আলিম কাজী ।
জানা গেছে,ইসমাইল কাজী আখের ব্যবসা করতেন । তার মেজো ছেলে আলিম কাজী মদের নেশায় আসক্ত । শুক্রবার সে মদ পানের জন্য বাবার কাছে কিছু টাকা চেয়েছিল । কিন্তু ছেলেকে মদ্যপানের টাকা দিতে অস্বীকার করেন ইসমাইল কাজী । এনিয়ে বাবা ও ছেলের মধ্যে একপ্রস্থ বচসাও হয় ।
ঘটনার বিবরণে জানা গেছে,এদিন সকাল ৭ টা নাগাদ ইসমাইল কাজী যখন হাটে নিয়ে যাওয়ার জন্য আখ ছাড়াচ্ছিলেন তখন বাড়ির শব্জি কাটার বঁটি নিয়ে তার উপর চড়াও হয় আলিম কাজী । তারপর সে তার বাবার গলা বঁটি দিয়ে পেঁচিয়ে মাথাটি কার্যত দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে পালিয়ে যায় ।
গোপালগঞ্জ সদর থানার এসআই ওবায়েদুর রহমান জানান,মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে । অভিযুক্ত ছেলের বিরুদ্ধে একটি খুনের মামলা রজু করে তার সন্ধান চালানো হচ্ছে । নিহতের পরিবারের অভিযোগ, আলিম কাজী মদের নেশায় আসক্ত । মাঝে মধ্যেই নেশার টাকার জন্য পরিবারে সদস্যদের মারধর করত । কিন্তু নেশার টাকার জন্য সে নিজের বাবাকেই যে নৃশংসভাবে খুন করবে তা কেউ কল্পনাও করেননি ।।