এইদিন ওয়েবডেস্ক,জয়পুর(রাজস্থান),২৭ জুলাই : হনিট্রাপের ফাঁদে পড়ে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে পাচারের অভিযোগে এক জওয়ানকে গ্রেফতার করেছে সিআইডি গোয়েন্দারা । সিআইডির ডিজি উমেশ মিশ্র জানিয়েছেন, ধৃত জওয়ানের নাম শান্তিময় রানা । তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঞ্চনপুর গ্রামে । ২০১৮ সালের মার্চ মাসে সেনাবাহিনীতে যোগ দেন ওই যুবক । তিনি আরও জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দুই মেয়ের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এই দুই মেয়ের সঙ্গে নিয়মিত চ্যাট ও ভিডিও কল করতেন শান্তিময় । প্রায় এক মাস পর্যবেক্ষণ করার পর দেখা গেছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই যুবক পাকিস্তানের গোয়েন্দা এজেন্ট ওই দুই মেয়ের সাথে যোগাযোগ রেখে চলছে । হানিট্র্যাপের ফাঁদে পড়ে সে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য পাচারও করেছিল । এজন্য ওই জওয়ানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইন পেমেন্টও করা হয়েছিল । সেনা জওয়ানকে জেরা করছে গোয়েন্দা জয়পুরের দল ।
সেনা সুত্রে খবর,ওই দুটি মেয়েই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্য । তারা নিজেদের উত্তরপ্রদেশের বাসিন্দা বলেছিল । একটি মেয়ে জানিয়েছিল তার নাম গুরনূর গৌর ওরফে অঙ্কিতা । অপরজন নিজেকে নিশা নামে পরিচয় দেয় । গুরনূর নিজেকে উত্তরপ্রদেশে ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং সার্ভিসে কর্মরত বলে জানিয়েছিল ।
জানা গেছে,সেনা জওয়ানদের সঙ্গে প্রথমে ফেসবুক মেসেঞ্জার চ্যাটে ঘনিষ্ঠতা করে হোয়াটসঅ্যাপ নম্বর নিত ওই পাকিস্থানি তরুনী । তারপর হোয়াটসঅ্যাপ তাদের অর্ধনগ্ন ছবি পাঠিয়ে তারা জওয়ানদের আকৃষ্ট করত । অনলাইন সেক্সের পাশাপাশি টাকার প্রলোভন দেখিয়ে তারা সেনা সম্পর্কীয় সংবেদনশীল তথ্য জেনে নিত । রাজস্থান ইন্টেলিজেন্স গত কয়েক বছরে এরকম অনেক ঘটনা উন্মোচন করেছে । মাস দুয়েক আগে হনিট্রাপে ফেঁসে গোপন তথ্য পাচারের দায়ে যোধপুর থেকে এক জওয়ানকে করেছিল গোয়েন্দারা । রাজস্থানের গোয়েন্দা পুলিশ মেয়ে দুটির চারটি ছবি পাঠিয়ে তাদের এড়িয়ে যাওয়ার জন্য সেনা জওয়ানদের কাছে আহ্বান জানিয়েছে ।।