এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৩ আগস্ট : বিপুল পরিমাণ জাল নোটসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে মালদা জেলার বৈষ্ণবনগর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম সাইদুল সেখ (৩৭)। তার বাড়ি বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর ছঘরিয়া এলাকায়। ধৃতের কাছ থেকে মোট ৪ লক্ষ ৭৯ হাজার টাকার ৫০০ টাকার জাল নোটের কয়েকটি বান্ডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । শুক্রবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বাখরাবাদ এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল ধৃত সাইদুল সেখ । খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কুম্ভীরা ফাঁড়ির পুলিশবাহিনী সেখানে হানা দেয় । পুলিশ ওই যুবককে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে । কিন্তু তার অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের । এরপর পুলিশ তার কাছে থাকা একটি পলিথিনের ব্যাগে তল্লাশি চালাতেই ৫০০ টাকার কয়েকটি বান্ডিল দেখতে পায় । নোটগুলি পরীক্ষা করতেই পুলিশ জানতে পারে যে সেগুলি জাল । এই চক্রের জাল যতদুর বিস্তৃত তা জানতে ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ ।।