এইদিন ওয়েবডেস্ক,কালাবুরাগি,২০ অক্টোবর : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কার্যকলাপে অংশগ্রহণ করলে সরকারি কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। তবে, কালাবুরাগি জেলার সেদাম তালুকে আয়োজিত আরএসএস-এর প্যারেডে একজন সরকারি চিকিৎসা কর্মকর্তা এবং বেশ কয়েকজন কংগ্রেস কর্মী অংশ নিয়েছিলেন। সেদাম তালুকের প্রশাসনিক চিকিৎসা কর্মকর্তা নাগরাজ আরএসএস পতাকা হাতে নিয়ে প্যারেডে অংশ নিয়েছিলেন। আরএসএসের শতবর্ষ উপলক্ষে এই প্যারেড ও কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। ১২ অক্টোবর, রায়চুরের লিঙ্গাসুগুর শহরে আয়োজিত কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য রোদলবান্দা গ্রামের পিডিও প্রবীণ কুমারকেও বরখাস্ত করা হয়েছিল।
কংগ্রেস শাসিত কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর রবিবার হুমকি দিয়ে বলেছিলেন,’সরকারি চাকরিতে থাকা কোনও কর্মকর্তার ‘এই ধরনের সংগঠনের কার্যকলাপে অংশগ্রহণ করা উচিত নয়’। এর আগে, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে ও রাজ্যের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখে সরকারি স্কুল, কলেজ এবং সরকারি মালিকানাধীন মন্দিরে আরএসএসের কার্যকলাপ নিষিদ্ধ করার জন্য আবেদন করেছিলেন। প্রিয়াঙ্ক খাড়গে অভিযোগ করেছিলেন যে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অনুষ্ঠানে সরকারি কর্মকর্তারা রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু তার পরেও সরকারি কর্মকর্তাদের আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দেওয়া নির্দিষ্ট করে প্রিয়াঙ্ক খাড়গের মুখে চপেটাঘাত বলে মনে করা হচ্ছে৷ শুধু তাইই নয়, কংগ্রেসের এক শ্রেণীর নেতাকর্মীরাও আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের সরকার ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গের ভন্ডামি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ।।

