এইদিন ওয়েবডেস্ক,ইসলামপুর,১৪ ডিসেম্বর : উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বোমাবাজি ও গোলাগুলিতে বেঘোরে প্রাণ গেল এক সপ্তম শ্রেণীর ছাত্রীর । ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ইসলামপুর থানার মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় । মৃত ছাত্রীর নাম কৌশেরা খাতুন (১২) ৷ তাকে ঘুম থেকে তুলে ছররা বন্দুক দিয়ে গুলি চালিয়ে মারা হয় বলে অভিযোগ পরিবারের । এই ঘটনায় চারজন গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের রফিক আলমে ও নুর আলমের মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল । মৃত কিশোরীর বাবা জাহিদ মহম্মদ তৃণমূলের সাথে যুক্ত । তিনি রফিক আলমের অনুগামী । বেশ কিছুদিন আগে জাহিদ এক শতক পরিমান একটি জায়গা কেনেন । ওই জায়গার মধ্যে কয়েক ছটাক জায়গা নিয়ে নুর আলম গোষ্ঠীর হাকিম উদ্দিনদের সঙ্গে ৫-৬ মাস ধরে তার ঝামেলা চলছিল । বিষয়টি দলীয়ভাবে মিমাংসার চেষ্টাও হয়। কিন্তু ঝামেলা মেটেনি ।
জাহিদ মহম্মদের অভিযোগ,’গতকাল রাত প্রায় ৮ টা নাগাদ নুর আলম দলবল সাথে নিয়ে বোমা ও গুলি চালাতে চালাতে আমাদের বাড়িতে আসে । প্রাণ ভয়ে আমি পালিয়ে যাই । সেই সময় আমার মেয়ে কৌশেরা খাতুন একটা ঘরে ঘুমচ্ছিল । তাকে ঘুম থেকে তুলে গুলি করে মারে নুর আলমরা ।’
জানা গেছে,ছররা গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় বিছানাতেই লুকিয়ে পড়ে ওই কিশোরী । পরে তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস । আজ রবিবার ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ।
এদিকে বিষয়টি দলে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে চাননি তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল । তিনি ঘটনাটি পারিবারিক ঝামেলা বলে দাবি করেছেন । তবে তিনি এটা স্বীকার করেছেন যে উভয়পক্ষই তাদের দলের সদস্য । এদিকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।।

