দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ নভেম্বর : চিকিৎসা পেতে নিজেই এক পশুপ্রেমী যুবকের কাছে এগিয়ে এল একটি অসুস্থ পথ কুকুর । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুর এলাকায় । রোগ যন্ত্রণায় কাতর ওই পথকুকুরটি এহেন আচরণে বিস্মিত এলাকাবাসী । হতবাক হয়ে গেছেন শেখ আমির নামে ওই পশুপ্রেমি যুবকও । শুধু তাইই নয়,কানের নিচে ক্ষতস্থান পরিষ্কার করা বা ইঞ্জেকশন দেওয়ার সময় যন্ত্রণায় কাতরাতে দেখা যায়নি ওই সারমেয়টিকে । বরঞ্চ চুপচাপ শুয়ে থেকে সহযোগিতা করতে দেখা গিয়েছিল ।
জানা গেছে,ভাতারের মুরাতিপুর গ্রামের বাসিন্দা শেখ আমির পশুপাখিপ্রেমী বলে এলাকায় পরিচিত । কোনো পশুপাখি দূর্ঘটনায় আহত বা অসুস্থ হওয়ার খবর পেলেই তিনি সেখানে ছুটে যান চিকিৎসা করার জন্য । সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে তিনি এই কাজ করে আসছেন । আমির বলেন,’মঙ্গলবার মুরাতিপুর গ্রামের সাহাপাড়া থেকে খবর আসে একটি কুকুরের সারা শরীরে ঘা হয়েছে । খুব কষ্ট পাচ্ছে । একথা শুনেই কিছু ওষুধপত্র ব্যাগে ভরে আমি সেখানে যাই । রাস্তার পাশে একটা জায়গায় ওষুধের ব্যাগটা রেখে কুকুরটির চিকিৎসা করছিলাম । তখন দেখি আরও একটা অসুস্থ কুকুর ওষুদের ব্যাগের পাশে ঠায় দাঁড়িয়ে আছে । এই দেখে আমি কাছে যেতেই কুকুরটি ওষুধের ব্যাগে মুখ রেখে কুঁইকুঁই করে আওয়াজ করে কিছু যেন বলার চেষ্টা করছিল ।’
দেখুন ভিডিও :-
তিনি বলেন,’তখন কুকুরটির গায়ে হাত বোলাতেই সে ব্যাগের কাছে শুয়ে পড়ে । দেখি কুকুরটির একটি কানের নিচে গভীর ক্ষত । সেই ক্ষততে পোঁকা গিজগিজ করছে । তারপর দু’একজনের সহায়তায় কুকুরটির ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিই । একটা ইঞ্জেকশনও দেওয়া হয় । কিন্তু ব্যাথা হলেও কুকুরটি ছটফট করেনি বা মুখে কোনো আওয়াজ পর্যন্ত করেনি । বিষয়টি দেখে আমার খুব অবাক লেগেছিল ।’
জানা গেছে,ওই পথকুকুরের এই প্রকার আকুতির দৃশ্য কয়েকজন মোবাইলে ক্যামেরায় রেকর্ড করে রাখে । আমিরের কথায়,’কুকুর খুব বুদ্ধিমান জীব । কোথায় গেলে সাহায্য পাওয়া যাবে তা তারা খুব ভালো করেই জানে ।’ তিনি এলাকায় অসহায় পথ কুকুরদের সাহায্যার্থে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান ।।