দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ মার্চ : পরীক্ষা কেন্দ্র চত্বরের মধ্যেই সহপাঠীদের সমবেত হামলায় জখম হল এক মাধ্যমিক পরীক্ষার্থী । মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে কাটোয়া-২ ব্লকের অগ্রদ্বীপ ইউনিয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে । জখম পরীক্ষার্থীর নাম শুভম ঘোষ । হামলার জেরে তার মাথায় আঘাত লাগে । তড়িঘড়ি ওই পড়ুয়াকে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া । এদিকে এই ঘটনার পর পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও অবিভাবকরা ।
জানা গেছে,অগ্রদ্বীপ ইউনিয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে এবারে অগ্রদ্বীপ সুবোধ চৌধুরী শিক্ষানিকেতন,মাখালতোড় উচ্চবিদ্যালয়সহ আসপাশের কয়েকটি স্কুল মিলে মোট ২৭৬ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিয়েছে । অগ্রদ্বীপের পলাশির বাসিন্দা আহত শুভম ঘোষ মাখালতোড় উচ্চবিদ্যালয়ের ছাত্র । এদিন মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল ৷
শুভম বলে,’পরীক্ষা শেষে বাইরে আসতেই দেখি সুবোধ চৌধুরী শিক্ষানিকেতন স্কুলের বেশ কয়েকজন পরীক্ষার্থী আমার এক বন্ধুকে ঘিরে ধরে ব্যাপক মারধর করছে । এই দেখে আমি তাকে বাঁচাতে যাই । তখন ওই দলটি আমার বন্ধুকে ছেড়ে আমার উপর চড়াও হয়ে মারধর করতে শুরু করে ।’
জানা গেছে,ঘটনাস্থলের কিছুটা পাশেই ছিলেন নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন সিভিক ভলান্টিয়ার । তাঁর কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন মিলে শুভমকে মাটিতে ফেলে এলোপাথাড়ি পেটাতে শুরু করে । শেষে সিভিক ভলান্টিয়ারদের নজরে পড়লে তাঁরা ছুটে এসে শুভমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।
কিন্তু কেন আচমকা এই হামলা ? জানা গেছে,পরীক্ষা কেন্দ্রের মধ্যে টুকলি করা নিয়ে হামলাকারী পড়ুয়াদের সঙ্গে ইসলামপুর এলাকার বাসিন্দা শুভমের ওই বন্ধুর মধ্যে কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল । এমনকি সুবোধ চৌধুরী শিক্ষানিকেতন স্কুলের পড়ুয়ারা শুভম ও তার বন্ধুকে শাসাচ্ছিল বলে অভিযোগ । আর ওই ‘টুকলি বিবাদ’কে কেন্দ্র করে পরীক্ষার শেষ দিনে এই ঘটনা ঘটে যায় । আক্রান্ত পড়ুয়ার পরিবারের তরফ থেকে এনিয়ে অগ্রদ্বীপ পুলিস ফাঁড়িতে জানানো হয়েছে বলে জানা গেছে ।
ঘটনা প্রসঙ্গে কাটোয়া মহকুমা শিক্ষাদপ্তরের এ আই শেখর মণ্ডল বলেন,’ঘটনাটি নিয়ে ওই স্কুলের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে । রিপোর্ট পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হবে ।’।