জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,বীরভূম,১৯ আগস্ট :
প্রাথমিকস্তর থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে সংস্কৃতি জ্ঞান প্রশ্ন মঞ্চ, বৈদিক গণিত প্রশ্ন মঞ্চ, বিজ্ঞান, জল সংরক্ষণ, শক্তি সংরক্ষণ,গণিত প্রয়োগ,মডেল,নতুন কিছু আবিষ্কার করার বিষয়ে প্রেরণা ইত্যাদি বিষয়ে আগ্রহ সৃষ্টি করার জন্য গত ১৮ ই আগষ্ট বীরভূমের তারাপীঠের কাছে তারাপুর সরস্বতী বিদ্যা মন্দিরে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। আটটি শিশু মন্দির বিদ্যালয়ের কেবলমাত্র চতুর্থ শ্রেণির মোট ৬০ জন ছাত্রছাত্রী এই মেলায় অংশগ্রহণ করে।
তারাপীঠ সার্কেলের আটটি শিশু মন্দিরকে নিয়ে গত পাঁচ বছর ধরে এই প্রতিযোগিতা হয়ে আসছে। মোট ন’টি বিভাগে প্রতিযোগিতাটি ভাগ করা হয়। বিচারক হিসাবে ছিলেন সাহাপুর উচ্চ বিদ্যালয়ের বঙ্কিম প্রামাণিক ও কড়কড়িয়া জয়তারা উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎ দত্ত সহ অন্যান্য বিদ্যালয়ের মোট চল্লিশ জন ।
সংস্কৃতি জ্ঞান প্রশ্ন মঞ্চে প্রথম স্থান অধিকার করে বীরচন্দ্রপুর সরস্বতী বিদ্যামন্দিরের অন্বেষা মণ্ডল, দ্বিতীয় হয় নলহাটি সরস্বতী শিশু মন্দিরের অদিতি কর্মকার এবং তৃতীয় স্থান অধিকার করে তারাপুর সরস্বতী শিশু মন্দিরের সিতারা মণ্ডল । প্রত্যেক বিভাগের বিজয়ীদের হাতে মেমেণ্টো তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক অংশগ্রহণকারীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় ।
আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপাসিন্ধু মণ্ডল বললেন,’পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্য বিষয়েও ছাত্রছাত্রীদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে চলেছি। এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের আগ্রহ দেখবার মত।
জনৈক অভিভাবক মলয় মণ্ডল বললেন, ‘আমার কন্যা এখানকার একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি এইসব বিষয়ে তার আগ্রহ দেখে আমাদের খুব ভাল লাগে।’।