এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৬ ডিসেম্বর : মালদা জেলার সামসীতে বাইকের মুখোমুখি সংঘর্ষে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে । দুর্ঘটনাটি ঘটে সোমবার বিকালে সামসীর ভগবানপুর স্ট্যান্ডের কাছে ৩১বর জাতীয় সড়কে । মৃতের নাম বিপুল মন্ডল(৩৭) । তিনি চাঁচলের মেঘডুমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন । এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবার পরিজন ।
জানা গেছে,বিপুল মন্ডলের বাড়ি মালদার রতুয়া-২ নম্বর ব্লকের আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বেতাহা গ্রামে। কর্মসূত্রে তিনি সামসীর গণেশ পাড়ায় একটি বাড়িতে স্ত্রী মল্লিকা মন্ডল এবং শিশুসন্তানকে নিয়ে ভাড়া থাকতেন । ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার বিকাল পাঁচটার দিকে তিনি বাইকে চড়ে সামসীর দিক থেকে ঘরে ফিরছিলেন বিপুলবাবু । সেই সময় সামসীর ভগবানপুর স্ট্যান্ডের কাছে ৩১নম্বর জাতীয় সড়কে গাজোলগামী এক বেপরোয়া বাইকের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।।

