এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,১১ আগস্ট : রামচরিত মানস পোড়ানো সমাজবাদী পার্টির নেতা ও প্রাক্তন মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যকে চড় মারা যুবক জামিনে মুক্তি পাওয়ার পরেই সমাজকর্মী আশীষ তিওয়ারি বাড়ি গিয়ে তার হাতে ১১ লক্ষ টাকার চেক তুলে দিয়ে এলেন । উল্লেখ্য, সম্প্রতি এক ব্যক্তি স্বামী প্রসাদ মৌর্যকে জনসমক্ষে চড় মারেন শিবম যাদব এবং রোহিত দ্বিবেদী । মৌর্যের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছিল। গতকাল রোহিত দ্বিবেদী জামিনে জেল থেকে মুক্তি পান । আজ তার বাড়িতে গিয়ে ১১ লক্ষ টাকার চেক তুলে দিয়ে আসেন সমাজকর্মী আশীষ তিওয়ারি ।
চেক হস্তান্তর করার সময় আশীষ তিওয়ারি বলেন যে এটি স্বামী প্রসাদ মৌর্যকে চড় মারার জন্য পুরষ্কার। তিনি বলেন যে যদি কেউ স্বামী প্রসাদ মৌর্যকে জুতা পেটা করে, তাহলে তাকে ২১ লক্ষ টাকার পুরষ্কার দেওয়া হবে। কিন্তু স্বামী প্রসাদ মৌর্যর প্রতি এত ঘৃণা কেন ?
উত্তরে ইউপির রায়বেরেলির বাসিন্দা আশীষ তিওয়ারি বলেন,স্বামী প্রসাদ মৌর্য প্রায়ই আমাদের আরাধ্য দেব-দেবী ভোলে শংকর, পার্বতী মা, আমাদের যত দেবদেবী আছেন সবাইকে টিপ্পনি করে গালাগালি দেয় । আমাদের সম্প্রদায়ের এক যুবক মৌর্যকে তার উচিত শিক্ষা দিয়েছে৷ সেই কারণে আমি তাকে ১১ লক্ষ টাকা পুরস্কার স্বরূপ দিলাম । আর ভবিষ্যতে যদি দুঃখের সনাতন ধর্মকে গালাগালি করে তাহলে আমি ২১ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করছি ।’।