এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৫ জুন : রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি গরু বোঝাই লরিতে ধাক্কা দিল বেপরোয়া গতির একটি বালি বোঝাই ডাম্পার । তারপর ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিল একটি ইঁটের বাড়িতে । বুধবার ভোরে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার রায়বাঘিনী মোড়ের কাছে এই দূর্ঘটনায় ৪ জন মানুষ এবং ১৩ টি গরুর মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও ৩ ব্যক্তি । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । দূর্ঘটনার জেরে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে সড়ক পথে । পুলিশ ক্রেনের সাহায্যে দূর্ঘটনাগ্রস্থ লরি ও ডাম্পারটি সরানোর ব্যবস্থা করছে ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,এদিন ভোরে বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল গরু বোঝাই ওই লরিটি । যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় রায়বাঘিনী মোড়ের কাছে সড়ক পথের ধারে লরিটি দাঁড় করিয়ে মেরামতির কাজ করা হচ্ছিল । সেই সময় বিষ্ণুপুরের দিক থেকে বালি বোঝাই ডাম্পারটি বেপরোয়া গতিতে এসে লরিটিতে সজোরে ধাক্কা দেয় । তারপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের পোলে ধাক্কা দিয়ে রাস্তার পাশে একটি বাড়িতে ধাক্কা দেয় ডাম্পারটি । ভেঙ্গে গুড়িয়ে যায় বসতবাড়িটি । খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ ঘাতক ডাম্পার ও লরিটিকে আটক করেছে ।।