এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ আগস্ট : তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর উর্দুতে লেখা পোস্টার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । হিন্দুত্ববাদী নেতা সৌরিশ মুখার্জী ওই পোস্টার এক্স-এ শেয়ার করেছেন । তিনি লিখেছেন,’ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ও পাটওয়ার বাগান গার্লস হাই স্কুলের সামনে পোস্টারিং – যাতে কেবল SFI ও যোগাযোগ নম্বরটাই বোধগম্য। বাকি লিপির পাঠোদ্ধারের জন্য বাংলা পক্ষ এর সাহায্য চাই! বাঙালি অস্মিতা এবং ইত্যাদি…।’
ওই পোস্টার গুলোর মধ্যে একটিতে লেখা আছে(গুগুল ট্রান্সেলেটর অনুযায়ী) : “যদি আমরা একসাথে যাই আমরা জিতব। SFI তোমার সাথে আছে ।” এরপর দুটি ফোন নম্বর দেওয়া আছে তাতে ।অন্যটিতে লেখা হয়েছে : “SFJ . উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আমরা যদি একসাথে যাই, আমরা জিতব।”
কিন্তু প্রায় ১০০ শতাংশ বাংলাভাষী রাজ্যে উর্দুতে লেখা পোস্টার লেখার যৌক্তিকতা নিয়ে এখন প্রশ্ন তুলছে অনেকে ? কারন রাজ্যের অধিকাংশ মানুষ উর্দু ভাষা সম্পর্কে অবগত নন । ফলে তারা কি ওই পোস্টারের পাঠোদ্ধার করতে পারবে ? এই প্রশ্ন উঠছে । অনেকে মমতা ব্যানার্জির মতোই সিপিএমের বিরুদ্ধেও তোষামদের অভিযোগ তুলছেন ।
শিবাজিত দে নামে একজনের প্রতিক্রিয়া, ‘বাম, চটি চাটা সব একই বাঙালি অস্মিতার নামে উর্দু প্রেম ।’
সুমন দাস লিখেছেন,’২ বছর আগে আমি নেহেরু মেমোরিয়াল টেকনো গ্লোবাল হাসপাতালের (ব্যারাকপুর) সামনে টিএমসির একটি বড় পোস্টার (৪০ বর্গফুট) দেখেছিলাম। সম্পূর্ণ উর্দুতে লেখা ।’ রায়সি চক্রবর্তী নামে একজনের প্রতিক্রিয়া, ‘পাঠোদ্ধারের লিপিতে রোহিঙ্গাদের দস্তাখর চাই !! সবার তো জানা উচিত যে পক্ষী গুলো কাদের হয়ে কাজ করে!! জয় বাং-আলী ।’
তবে একটু ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন জনৈক শিব শঙ্কর মৈত্র নামে একজন ব্যবহারকারী । তার প্রতিক্রিয়া হল : ‘আপনি কি বলতে চাইছেন উর্দু ভারতের কোন স্বীকৃত ভাষা নয় ? মোদিজি হিন্দি উর্দুর পেছনে প্রতিবছর কত খরচ করেন একবার ভালো করে খোঁজ নিন। আর বাংলার পেছনে খরচ করেন কিনা সেটাও খোঁজ নিন।’।