এইদিন ওয়েবডেস্ক,মদুরাই,২২ জুলাই : ‘৫ পয়সা’ দিলেই মিলবে এক প্লেট গরমাগরম বিরিয়ানি ! খরিদ্দার টানতে এমনই এই উদ্ভট ‘অফার’ দিয়েছিলেন দোকানদার । অনেকেই দোকানদারকে অসুস্থ মস্তিষ্কের বলে কটাক্ষ করবেন । কিন্তু দোকানদারের ধারনা ছিল ডিজিট্যাল ভারতে ‘বিলুপ্ত ৫ পয়সা’র মূদ্রা কারোর কাছে থাকার কথা নয় । কিন্তু বিরিয়ানির দোকানদারের ধারনাকে ভূল প্রমান করে সকাল হতেই কয়েক’শ খরিদ্দার ৫ পয়সা হাতে নিয়ে বিরিয়ানি খেতে ভিড় জমালেন দোকানে । ভিড় দেখে আত্মারাম খাঁচাছাড়া হবার জোগাড় দোকানদারের । শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে দোকান মালিককে শাটার বন্ধ করে পুলিশ ডাকতে হয় ।
ঘটনাটি তামিলনাড়ুর মাদুরাই এলাকায় । স্থানীয় এক ব্যক্তি সম্প্রতি ‘সুকন্যা বিরিয়ানি স্টল’ নামে একটি বিরিয়ানির দোকান খোলেন । বিশেষ বেচাকানা হচ্ছিল না । এদিকে আশপাশের বিরিয়ানির দোকানগুলিতে তখন ভিড়ে ঠাসা । এই দেখেশুনে একটা ‘ফন্দি’ বের করেন সুকন্যা বিরিয়ানি স্টলের মালিক । দোকানে খরিদ্দার টানতে বিনামূল্যে বিরিয়ানি দেওয়া হবে বলে ঘোষণা করে দেন । পাশাপাশি তিনি তাঁর একটা শর্তও রাখেন । শর্তটি হল, যিনি ‘৫(পাঁচ) পয়সা’ দেবেন তাঁকেই একমাত্র বিনামূল্যে বিরিয়ানি খাওয়ানো হবে ।
আসলে দোকান মালিকের ধারনা ছিল, বর্তমান পরিস্থিতিতে যেখানে মানুষের কাছে ১ বা ২ টাকার কয়েন পর্যন্ত থাকে না সেখানে ৫ পয়সার মূদ্রা থাকা অসম্ভব । কিন্তু তাঁর এই ধারনা যে কতবড় ভূল ছিল তা পরের দিন দোকান খুলেই গিয়েই টের পান । জানা গেছে, ‘সুকন্যা বিরিয়ানি স্টল’-এর শাটার খুলতেই প্রায় তিন শতাধিক মানুষ দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েন । প্রচুর কিশোরকে দেখা যায় লাইনে । সকলের হাতে ৫ পয়সার মূদ্রা । এদিকে এত লোককে ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে হবে দেখে প্রমাদ গোনেন দোকান মালিক । শেষে সমূহ লোকসানের হাত থেকে বাঁচতে তিনি দোকানের শাটার নামিয়ে সাহায্যের জন্য পুলিশকে ফোন করেন ।।
*ছবি ও তথ্য অমর উজালা *