এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০১ জানুয়ারী : সড়কপথের একাংশ দখল করে রাখা ইঁট-পাথরের স্তুপ কেড়ে নিল এক বাইক আরোহী যুবকের প্রাণ । দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কেতুগ্রাম চাকটা রোডে কেতুগ্রামের চাকনাপাড়ার কাছে । মৃত যুবকের নাম সাগর শেখ (১৯)। তাঁর বাড়ি কেতুগ্রামের চাকটা গ্রামে। তার সঙ্গে থাকা আরও ২ বাইক আরোহী সোহেল খালিফা ও হিয়াতির শেখ গুরুতর জখম হয়েছে । তাদের বীরভূমের সিয়ান হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে ৷
জানা গেছে,চাকটা গ্রামের বাসিন্দা ওই ৩ যুবক একটি বাইকে চড়ে আজ সন্ধ্যায় চাকটা থেকে আনখোনা বাজারে আসছিলেন। বাইক চালাচ্ছিলেন সাগর শেখ । তারা চাকনাপাড়ার কাছে আসতেই একটি যাত্রীবাহী বাস চলে আসে । সাগর পাশ কাটাতে গিয়ে বাইকটি সজোরে ধাক্কা দেয় রাস্তার একাংশ জুড়ে রাখা ইঁটের স্তুপে । তিন যুবক বাইক নিয়ে ছিটকে ইঁটের স্তুপে আছড়ে পড়ে । মাথায় হেলমেট না থাকায় সাগরের মাথায় প্রচন্ড জোড়ে আঘাত লাগে ৷ তিনজনই ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকে । স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কেতুগ্রাম হাসপাতালে নিয়ে গেলে সাগরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর বীরভূমের সিয়ান হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় ।।

