এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ ডিসেম্বর : বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস (২৮)-কে নৃশংস বর্বরোচিতভাবে পিটিয়ে আধমরা করার পর জীবন্ত পুড়িয়ে মেরেছিল ধর্মান্ধ মুসলিম জনতা ৷ পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস, সিপিএম ও কংগ্রেসের মধ্যে এনিয়ে তেমন কোনো হেলদোল না থাকলেও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলির পাশাপাশি বিজেপি লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছে । আজ সোমবার কলকাতায় সাধুসন্তদের নিয়ে একটা বিশাল মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পার্ক সার্কাস থেকে মিছিলটি শুরু হয়ে বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত যায়৷ হাইকমিশনের অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখান সাধুসন্ত ও বিজেপি কর্মীরা । রাস্তার উপর বসে চলে বিক্ষোভ । জুতোপেটা করা হয় বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের ছবি৷ তখন বিক্ষোভকারীরা শ্লোগান দেন,”ইউনূসের গালে গালে জুতো মারো তালে তালে” । এদিকে দীপু দাশের হত্যাকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নীরবতায় প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন,’আপনি পশ্চিমবঙ্গে আরবি সংস্কৃতি আনতে চান । আপনি আমাকে প্রত্যেকটা কর্মসূচিতে বাধা দেন৷ আর আজকে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে তার রাজনৈতিক দলের প্রকাশ করল, তাকে অনুমতি নিতে হয়নি, ৫০০ পুলিশ পাঠিয়ে দিয়েছেন । আপনি মা কালীকে প্রিজন ভ্যানে তোলেন । আর বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার জন্য আপনি ১০০০ পুলিশ দাঁড় করান । বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসকে মিথ্যা প্রচার করে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে । মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোন বক্তব্য নেই কেন ? দিপুতো বাঙালি । দিপু গুজরাটি নয়, বিহারীও নয় । আপনার একটা শব্দ নেই কেন ? আজ নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান করেছেন সেখানে তো দিপু দাশকে নিয়ে একবারের জন্য মুখ খোলেননি ।’
আজকের প্রতিবাদ মিছিল প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সুদখোর ইউনুস সরকারের বদান্যতায় সেখানকার মৌলবাদী শক্তির হাতে হিন্দুদের উপর অত্যাচারের ধারা অব্যাহত। ময়মনসিংহের দিপু দাস কে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে ধর্মীয় কারণে যেভাবে পিটিয়ে মেরে সর্বসমক্ষে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই ভয়াবহ দৃশ্য গোটা বিশ্ব দেখেছে। এই মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে আজ গোটা বিশ্ব নীরব দর্শকের ভুমিকায়। বা়ংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর এই অত্যাচারের প্রতিবাদে, উগ্র মৌলবাদের বিরুদ্ধে কয়েক হাজার সাধুসন্ত ও সাধারণ মানুষকে সাথে নিয়ে আজ কলকাতায় বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করলাম।
সীমান্তের ওপারে অত্যাচারিত আমার বাঙালি হিন্দু ভাইবোনদের আমি বলতে চাই আপনাদের এই চরম বিপদের দিনে আমরা প্রত্যেকে আপনাদের পাশে আছি। হিন্দু বীর দিপু দাসের পরিবারের সদস্যদের ঈশ্বর এই শোক কাটিয়ে ওঠার শক্তি প্রদান করুন। দিপু দাস এর বিদেহী আত্মা চিরশান্তি লাভ করুক এই প্রার্থনা করি।
তিনি দাবি করেছেন,’বাংলাদেশের হিন্দুদের উপর ক্রমবর্ধমান উগ্র মৌলবাদীদের এই অত্যাচারের বিরুদ্ধে অবিলম্বে আন্তর্জাতিক স্তরে নিন্দার আওয়াজ উঠুক, সমগ্র বিশ্বের মানবাধিকার সংগঠনগুলি এই মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হবেন এই আশা রাখি।’।

