এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ আগস্ট : পেট্রোল পাম্পের সামনে নিজের গাড়ি দাঁড় করিয়ে ঘুমাচ্ছিলেন বাইরে থেকে আসা এক গাড়িচালক । সেই সুযোগে তার মোবাইল ফোন, মানিব্যাগ সহ টাকা চুরি করে নেয় পাশে দাঁড় করানো রাখা আপ ভ্যানের চালক । সেই চুরির মালপত্র ফিরিয়ে দিতে বাধ্য করেছিলে স্থানীয় ট্রান্সপোর্ট কোম্পানির দুই মালিক । আর সেই আক্রোশে ওই দু’জনকে পিক আপ ভ্যানের চাকায় পিষে মারার চেষ্টার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ ওই পিক আপ ভ্যানের চালককে গ্রেপ্তার করেছে । ধৃতের নাম ব্যক্তির নাম অসীম মারজিৎ (৫০)। তার বাড়ি কাটোয়া শহরের মিলপাড়া এলাকায় । মঙ্গলবার রাতে পিক আপ ভ্যানটি আটকের পাশাপাশি তাকে গ্রেপ্তার করে পুলিশ । আজ ধৃতকে বুধবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।
জানা গেছে,আহত দুই ট্রান্সপোর্ট ব্যবসায়ীর নাম তপন দাস এবং তার বন্ধু মহম্মদ শেখ । কাটোয়া-বর্ধমান রোডের ধারে কাটোয়া শহরের কাছে পেট্রোল পাম্পের পাশেই রয়েছে তাদের অফিস । গত ২৯ জুলাই রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ অফিস বন্ধ করে দুজনে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় অভিযুক্ত অসীম মারজিৎ তার পিক আপ ভ্যানটি বেপরোয়া গতিতে চালিয়ে তাদের বাইকে সজোরে ধাক্কা দেয় । বাইক সহ দুজনকে কাটোয়া বাসস্ট্যান্ডের কাছাকাছি পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায় । সেখানে দুজনকে ফেলে পিক আপ ভ্যান নিয়ে পালিয়ে যায় অসীম । পরে স্থানীয় দু’একজনের তাদের রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখলে কাটোয়া থানায় খবর দেয় । খবর পেয়ে পুলিশ এসে ওই দুই বন্ধুকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে আনে । কিন্তু তাদের অবস্থা গুরুতর থাকায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্ধমান হাসপাতালে অবস্থার অবনতি হলে দু’জনকে কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে তাদের পরিবার । বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন ।
জানা গেছে,প্রথমে এটা নিছক দুর্ঘটনা মনে হলেও তপন দাস ও মহম্মদ শেখের শারিরীক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ঘটনার কথা খুলে বলেন ৷ এরপর গত মঙ্গলবার জখম তপনের জামাইবাবু তরুণ কুমার দাস কাটোয়া থানায় পিক আপ ভ্যান চালক অভিযুক্ত অসীম মারজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে অসীমকে গ্রেপ্তার করে পুলিশ । আটক করা হয় তার পিক আপ ভ্যানটি ।।