এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,২২ ফেব্রুয়ারী : এক ব্যাবসায়ীকে প্রতারিত করে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম আলিম শেখ । তাঁর বাড়ি আউশগ্রামের কাঁটাটিকুরি গ্রামে । রবিবার রাতে এলাকা থেকেই তাকে পুলিশ গ্রেফতার করে । সোমবার ধৃতকে বর্ধমান আদালতে তুলে ১০ দিনের নিজেদের হেফাজত চেয়ে আবেদন জানায় পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারিত ব্যাবসায়ীর নাম জয়দেব মণ্ডল । তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর এলাকায় । জয়দেববাবুর অভিযোগ, আলিম শেখ নামে ওই ব্যক্তি খরিদ্দার পরিচয় দিয়ে তাঁর দোকানে গিয়েছিল । সে জানায় তাদের একটি পুকুর খোঁড়ার সময় কয়েকটা পুরানো আমলের সোনার মুদ্রা পাওয়া গেছে । সেগুলি সে কম দামে বিক্রি করতে চায় । তিনি ওই স্বর্ণমুদ্রাগুলি দেখতে চাইলে তাঁকে ভেদিয়া স্টেশনে যেতে বলে আলিম ।
জয়দেববাবুর কথায়, ‘ওই ব্যক্তির কথামত আমি গত বুধবার ভেদিয়া স্টেশনে আসি । আলিম আমাকে মুদ্রাগুলি দেখায় । মুদ্রাগুলি ‘আসল’ কিনা তা যাচাই করতে একটি মুদ্রা নিয়ে চলে যাই । সেটি আসল জানার পর সমস্ত মুদ্রাগুলি কিনবো বলে ঠিক করি । সমস্ত মুদ্রার দাম এক লক্ষ টাকা ঠিক হয় আলিমের সঙ্গে । তারপর রবিবার আলিমকে এক লক্ষ টাকা দিয়ে আমি মুদ্রাগুলো নিয়ে যাই ।’
জানা গেছে,বাড়ি ফিরে যাওয়ার পর মুদ্রাগুলি পরীক্ষা করার জন্য স্থানীয় একটি সোনার দোকানে যান জয়দেববাবু । তখন তিনি জানতে পারেন মুদ্রাগুলি সব নকল । প্রতারিত হয়েছেন বুঝতে পারার পর রবিবার গুসকরা ফাঁড়িতে অভিযোগ দায়ের সেগুলি ওই ব্যাবসায়ী । তাঁর অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতেই ভেদিয়া থেকে অভিযুক্ত আলিম শেখকে গ্রেফতার করে পুলিশ ।।