এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০২ নভেম্বর : স্মার্টফোন হারিয়ে ৩ অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা খোয়ালেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক ব্যক্তি । পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার রাধানগর গ্রামের বাসিন্দা শেখ মুজিবর রহমান নামে ওই ব্যক্তি আজ শুক্রবার ভাতার থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি পুলিশকে জানান যে তিনি একটি বেসরকারি আর্থিক বিনিয়োগকারী সংস্থায় ম্যানেজার পদে চাকরি করেন। সংস্থার তিনটি শাখার দায়িত্ব রয়েছে তাঁর উপর । গত ২৩ সে অক্টোবর কাজের সূত্রে বাঁকুড়ার মেজিয়ায় গিয়েছিলেন। ওদিন মেজিয়া বাজারে তাঁর স্মার্টফোনটি হারিয়ে যায় । এরপর তিনি ২৮ অক্টোবর এটিএম থেকে টাকা তুলতে গিয়ে দেখেন তার তিন অ্যাকাউন্ট মিলে প্রায় ১০ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন ওই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে একটি ভাতারের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায়, বাকি দুটি বেসরকারি ব্যাঙ্কের। একটি কালনা শাখায় এবং অপরটি বর্ধমান শহরের শাখায় তার অ্যাকাউন্ট রয়েছে।
শেখ মুজিবর রহমান আরও জানান,ওই তিনটি অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত ছিল সেই সিমকার্ড হারিয়ে যাওয়া স্মার্টফোনে ছিল । স্মার্টফোনটি হারিয়ে যাওয়ার পর ওদিনই বাঁকুড়ার মেজিয়া থানায় তিনি নিখোঁজ ডাইরি করেন ।ডাইরি করার পর নম্বর দুটি ব্লক করার জন্য তিনি মোবাইল সংস্থায় জানিয়েও দিয়েছিলেন । তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে সবচেয়ে বেশি টাকা ছিল কালনার ওই বেসরকারি ব্যাঙ্কের শাখায়। সেখানে ছিল ৪ লক্ষ ৬৪ হাজার টাকা।অধিকাংশ টাকা ইউপিআইয়ের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি । পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে ।।