এইদিন ওয়েবডেস্ক,টোকিও,০২ জানুয়ারী : আজ মঙ্গলবার টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে একটি যাত্রীবাহী বিমান ও মাঝারি পাল্লার বিমান বোম্বারডিয়ার ড্যাশ-৮-এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । সংঘর্ষের পর ভয়াবহ আগুন লাগা বিমান দুটিতে । এনএইচকে টিভি জানিয়েছে যে জাপান এয়ারলাইন্সের ফ্লাইট জেএএক-৫১ (JAL-51) -এ তখন মোট ৩৭৯ জন যাত্রী ছিল, বিমানটি সম্পূর্ণরূপে আগুনের লেলিহান শিখা গ্রাস করার আগে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয় । অন্য বিমানটি পরিচালনাকারী জাপানী উপকূলরক্ষী বলেছে যে তার পাইলট পালাতে সক্ষম হলেও পাঁচজন ক্রু সদস্য নিখোঁজ রয়েছে।
স্থানীয় টিভির ভিডিওতে দেখা গেছে যে জাপান এয়ারলাইন্সের বিমানটি রানওয়েতে অবতারণ করার সময় তার পাশ থেকে ব্যাপক আগুন এবং ধোঁয়ার কুন্ডলী বের হচ্ছে । আর সেই আগুন অল্প সময়েই উইংয়ের আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে । ঘটনার এক ঘণ্টা পরের ফুটেজে দেখা যায় বিমানটি পুরোপুরি আগুনে পুড়ে গেছে ।
এনএইচকে টিভি জানিয়েছে, বিমানটি একটি এয়ারবাস এ-৩৫০, যেটি সাপোরো শহরের কাছে শিন চিটোসে বিমানবন্দর থেকে হানেদার উদ্দেশ্যে উড়েছিল । কোস্ট গার্ডের মুখপাত্র ইয়োশিনোরি ইয়ানাগিশিমা যাত্রীবাহী বিমান এবং এর ফ্লাইট এমএ-৭২২, একটি বোম্বারডিয়ার ড্যাশ-৮-এর মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, হানেদা জাপানের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি, এবং নতুন বছরের ছুটিতে অনেক মানুষ এই বিমানবন্দর থেকে ভ্রমণ করে ।।