একদিন ওয়েবডেস্ক,বারাবঙ্কি,০৭ অক্টোবর : উত্তরপ্রদেশের বারাবঙ্কি(Barabanki) জেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৯ জনের । বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর । বৃহস্পতিবার সকাল প্রায় পৌনে ৫ টা নাগাদ দূর্ঘটনাটি ঘটে বারাবঙ্কি জেলার দেবা থানার অন্তর্গত বাবুরিয়া(Baburhiya) গ্রামের কাছে কিষান পথে । খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ । আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয় । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লখনউয়ের ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
স্থানীয় সুত্রে খবর,এদিন সকালে দিল্লি থেকে বাহরাইচ শরীফে যাচ্ছিল ওই যাত্রীবাহী বাসটি । কিন্তু বাসটি বাবুরিয়া গ্রামের কাছে কিষান পথে আসতেই বিপরীতগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষ এতটা জোরে হয় যে বাস ও ট্রাকের সামনের অংশ কার্যত তালগোল পাকিয়ে যায় । দূর্ঘটনার সময় বাসে বেশ কিছু যাত্রী ছিল । তাঁদের মধ্যে ৯ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় । অনেক যাত্রী গুরুতর জখম হন । খবর পেতেই পুলিশবাহিনী নিয়ে দূর্ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার যমুনা প্রসাদ । পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করে । দূর্ঘটনায় মোট ২৭ জন বাসযাত্রী গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে ।
দূর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । রাজ্য সরকারের তরফ থেকে মৃতদের পরিবারকে ২ লাখ ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে ।।