এইদিন ওয়েবডেস্ক,লাহোর,২৭ নভেম্বর : ইসরায়েল ও হামাসের যুদ্ধে পাকিস্তানের অবস্থান ছিল স্পষ্ট । যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনের স্বাধীনতার কথা বলে সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে সমর্থন করেছে । পাকিস্তানি নাগরিকরাও পর্যন্ত গাজায় গিয়ে হামাসের হয়ে যুদ্ধ করার জন্য সরকারের কাছে আবেদন জানাতে পর্যন্ত শুরু করেছিল । কিন্তু পাকিস্তানের ক্রিকেটের মাঠে দেখা গেল ভিন্ন চিত্র ।
পাকিস্তানের জাতীয় টি-২০ টুর্নামেন্টের খেলায় ব্যাটে ফিলিস্তিন পতাকা লাগানো স্টিকার লাগিয়ে মাঠে খেলতে নেমে শাস্তির মুখে পড়তে হল প্রাক্তন ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান, জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ ।
প্রতিবেদন অনুযায়ী,আজম খান যখন ক্রিজে ব্যাট করতে আসেন, তখন তার ব্যাটে দেখা যায় ফিলিস্তিন পতাকার স্টিকার। এর জেরে কড়া শাস্তির মুখে পড়তে হয় ক্রিকেটার আজম খানকে। এজন্য তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। রবিবার পাকিস্তান জাতীয় টি-২০ টুর্নামেন্টে লাহোর ব্লুজের বিরুদ্ধে খেলতে নামে করাচি ওয়াইটস । করাচির হয়ে ব্যাট হাতে ৩৫ রান করেন আজম খান। তবে তার ব্যাটে ফিলিস্তিনের পতাকার স্টিকার দেখে তাকে তলব করেন ম্যাচ রেফারি মোহাম্মদ জাভেদ। শেষ পর্যন্ত তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয় বলে খবর । আইসিসির আচরণবিধি অনুযায়ী তার বিরুদ্ধে পোশাক ও সরঞ্জাম বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ।
জিও নিউজ বলেছে, এর আগেও ফিলিস্তিনি পতাকার স্টিকার লাগানো ব্যাট নিয়ে মাঠে নামতে আজম খানকে বারণ করা হয়েছিল । কারণ এটা আইসিসির আচরণবিধি লঙ্ঘন করছে । এমনকি তার সব ব্যাটেই এমন স্টিকার রয়েছে
পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন । শুধু পাকিস্তানের ক্রিকেটার নয় ইংল্যান্ড ক্রিকেটার মঈন আলীকেও একই প্রকার আচরণ করতে দেখা গিয়েছিল ।।