এইদিন ওয়েবডেস্ক,কাবুল,৩০ এপ্রিল : আফগানিস্থানের রাজধানী কাবুলে সুন্নি মসজিদসহ জোড়া আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে । আহত শতাধিক । শুক্রবার স্থানীয় সময় রাত দু’টো নাগাদ পশ্চিম কাবুলের খলিফা সাহেব মসজিদে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে । কাবুলের দারুল আমান এলাকার একটি বাড়িতে দ্বিতীয় বিস্ফোরণটি হয় । এযাবৎ কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি । তবে তালিবানদের প্রবল প্রতিপক্ষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের (ISIS) আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) এই জোড়া হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে ।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমওআই), সুত্রে খবর, কাবুলের ষষ্ঠ পুলিশ জেলার সারাই আলাউদ্দিন এলাকার সুন্নি সম্প্রদায়েত খলিফা সাহেব মসজিদে প্রথম বিস্ফোরণটি ঘটে । রমজান মাসের শেষ শুক্রবার হওয়ায় প্রচুর মানুষ নামাজ আদায়ের জন্য জড়ো হয়েছিল । নামাজের পর ‘জিকর’ নামের একরী ধর্মীয় সভা চলছিল মসজিদে । আর সেই সময় ঘটে আত্মঘাতী বিস্ফোরণ । প্রচুর মানুষ হতাহত হয় । আহত ও নিহতদের দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে । দীর্ঘ সময় পর উদ্ধারের জন্য অ্যাম্বুলেন্স আসে ৷
প্রায় একই সময়ে কাবুলের দারুল আমান এলাকার একটি বাড়িতে দ্বিতীয় আত্মঘাতী বিস্ফোরণটি হয় । আফগানিস্তানের সংবাদ সংস্থা টোলো নিউজের মতে, এতে ১০ জন নিহত হয়েছে। একইসঙ্গে এই হামলায় ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে ।
এযাবৎ আফগানিস্তানে যত মসজিদে হামলার ঘটনা ঘটেছে সেগুলি সবই শিয়া সম্প্রদায়ের । এনিয়ে দ্বিতীয়বার কোনও সুন্নি মসজিদে হামলার ঘটনা ঘটল । এর আগে গত ২৩ এপ্রিল কুন্দুজের একটি সুন্নি মসজিদে বোমা হামলায় নিহত হয়েছিলেন ৩৩ জন । তবে শুধু মসজিদই নয়, তালিবান ক্ষমতা দখলের পর থেকে দেশে একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছে আল কায়দা ও আইএসয়ের মতো কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনগুলি । এতে তালিবান নেতৃত্বের কোনো ক্ষতি না হলেও বেঘোরে প্রাণ হারাচ্ছেন নিরীহ আফগানিরা । বৃহস্পতিবারেও (২৮ এপ্রিল ২০২২) আফগানিস্তানের মাজার-ই-শরিফ এলাকায় দুটি পৃথক বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন নিহত হয়েছে । আহত হয়েছেন ১৩ জন । একটি যাত্রীবাহী বাসে বিস্ফোরণটি । এই হামলার দায় স্বীকার করেছিল আইএসআইএস ।।