এইদিন ওয়েবডেস্ক,কটক,০২ সেপ্টেম্বর : পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সত্তরোর্ধ অসুস্থ বৃদ্ধাকে নাচতে বাধ্য করার অভিযোগ উঠল এক সমাজকর্মীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ওড়িশার কটকের একটি হাসপাতালে । ওড়িশার পারাজা আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা মমতা বেহেরা নামে ওই সমাজকর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে । তাদের অভিযোগ, তাদের আইকন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কমলা পূজারিকে(৭১) হাসপাতাল থেকে ছাড়ার আগে নাচতে বাধ্য করা হয় ।
জানা গেছে,পদ্মশ্রী কমলা পূজারি কিডনির রোগে আক্রান্ত । ইতিপূর্বে জ্বর ও ডায়রিয়ার কারনে তাঁকে জয়পুর জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি । কিন্তু রবিবার তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে একটি বিশেষ অ্যাম্বুলেন্সে কটক এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয় । সেখানে একটি বিশেষ মেডিকেল টিম চেকআপ করার পর তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল । সোমবার তাঁকে হাসপাতাল থেকে রিলিজ করা হয় ।
এদিকে ওই প্রবীণ কমলা পূজারির নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায় । সোমবার হাসপাতাল থেকে ছাড়ার আগে ওই ভিডিওতে কমলা পূজারির সঙ্গে নাচতে দেখা গেছে সমাজকর্মী মমতা বেহেরাকে । পরে পূজারি তাঁর নিজের জেলা কোরাপুটে ফিরে গিয়ে স্থানীয় টিভি চ্যানেলের সাংবাদিকদের বলেন, ‘আমি কখনই নাচতে চাইনি কিন্তু বাধ্য হয়েছিলাম। আমি বারবার নাচতে অস্বীকার করেছি, কিন্তু সে (মমতা বেহেরা) শোনেনি । আমাকে নাচতে বাধ্য করেছিল । আমি অসুস্থ ছিলাম এবং ক্লান্ত হয়ে পড়েছিলাম ।’
এদিকে কমলা পূজারির মুখ থেকে এই কথা শোনার পর ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার মানুষ । তারা ওই সমাজকর্মীর শাস্তির দাবিতে সরব হয় । কোরাপুটে আদিবাসী সম্প্রদায়ের সমিতি পরজা সমাজের সভাপতি হরিশ মুদুলি হুঁশিয়ারি দিয়েছেন,’মমতা বেহেরা নামে ওই সমাজকর্মীর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংগঠনের সদস্যরা রাস্তায় নামতে বাধ্য হবে ।’
প্রসঙ্গত,কমলা পূজারি জৈব চাষের প্রচার এবং ধান সহ বিভিন্ন ফসলের ১০০টিরও বেশি জাতের দেশীয় বীজ সংরক্ষণের জন্য ২০২৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন ।।