শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৮ মার্চ : চলন্ত অবস্থায় পিছনের একটি টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল একটি ধান বোঝাই ট্রাক্টর । এই ঘটনায় জখম হয়েছে ট্রাক্টরে থাকা ৩ জন শ্রমিক । মঙ্গলবার দুপুরে দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মামুদপুর গ্রামের কাছে মালডাঙ্গা-নবদ্বীপ সড়ক পথে ৷ দূর্ঘটনার পর স্থানীয় লোকজন ছুড়ে এসে আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ।
স্থানীয় সুত্রে খবর,এদিন সকালে ওই ট্রাক্টরে চড়ে নাদনঘাটের এক চাষীর কাছ থেকে ধান কিনতে গিয়েছিলেন মন্তেশ্বর থানার পানবোরেয়া গ্রামের বাসিন্দা জনৈক এক ধান ব্যাবসায়ী । তাঁর সঙ্গে গিয়েছিলেন ৬-৭ জন শ্রমিক । ট্রাক্টরটি ধান বোঝাই করে ফেরার পথে ঘটে যায় বিপত্তি । ঘটনার প্রত্যক্ষদর্শী কিতাবুল খান বলেন, ‘আমি তখন টোটোয় চড়ে বাড়ি ফিরছিলাম । পিছনেই ছিল ধান বোঝাই ওই ট্রাক্টরটি । হঠাৎ প্রচন্ড জোরে আওয়াজ হয় । দেখি ট্রাক্টরের পিছনের একটি চাকা ফেটে গেছে । তারপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ে । সেই সময় চালকসহ মোট ৮ জন ছিল ট্রাক্টরটিতে । সবাই প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে । বাকিদের অল্পসল্প চোট লাগলেও একজনের একটা পা ভাঙে । একজনের মাথা ফাটে । আর একজন বাম হাতে জখম পায় ।’
জানা গেছে,দূর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে হাসপাতালে নিয়ে যায় । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও কানন হাজরা( ৩০ ), প্রসেনজিৎ ঘোষ ( ৩২ ) ও মাসুদ সেখ ( ৩৫ ) নামে তিন শ্রমিকের জখম গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় ।।