আজিজুর রহমান,গলসি,০৩ জুন : রক্তদান করে থ্যালাসেমিয়া আক্রান্ত হিন্দু কিশোরের প্রাণ বাঁচালেন এক মুসলিম যুবক । ঘটনাটি পূর্ব বু্ধমান জেলার গলসি-১ ব্লক এলাকার । স্থানীয় তৃণমূল নেতা জাকির হোসানের ডাকে তিনি ছুটে যান বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে । সেখানে গিয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোর অলোক মাঝিকে রক্ত দিয়ে প্রাণ বাঁচান গলসির বাসিন্দা পারভেজ আহম্মেদ নামে ওই যুবক । পারভেজ এলাকায় তৃণমূল কর্মী নামেই পরিচিত ।
জানা গছে, আক্রান্ত কিশোর অলোক মাঝি গলসি-১ ব্লকের কৃষ্ণরামপুর গ্রামের বাসিন্দা । সে পঞ্চম শ্রনীর ছাত্র। অলোকের বাবা সঞ্জয় মাঝি পেশায় দিনমজুর। সকাল থেকেই তার মা রক্তের জন্য দৌড়াদৌড়ি করছিলেন। কিছুতেই বি পজেটিভ রক্ত যোগার করতে পারছিলেন না। সেই খবর যায় জেলা তৃণমূল সহ সভাপতি জাকির হোসেনের কাছে। তারপরই তিনি পারভেজ আহম্মেদ কে ফোন করে বিষয়টি জানান। তারপরই পারভেজ এসে নিজেই রক্তদান করে পরিবারটির পাশে দাঁড়ান। থ্যালাসিমিয়া আক্রান্ত হিন্দু কিশোরকে রক্তদান করে সমাজে সম্প্রীতির বার্তা দেন পারভেজ। পাশাপাশি পরে আবারও ওই কিশোরকে রক্ত দেওয়ায় প্রতিশ্রুতি দিয়েছেন পারভেজ।
তিনি জানিয়েছেন, গরীব দিনমজুর পরিবার বলেই তিনি ছুটে আসেন। তাছাড়া তাঁরা হাসপাতালে কিছুতেই রক্ত যোগার করতে পারছিলেন না । সুযোগ পেলে এমন কাজ আবারও করবেন বলে জানিয়েছেন পারভেজ ।।