এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ সেপ্টেম্বর : দুর্গাপূজা উপলক্ষে নিজের গ্রামের দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে নতুন পোশাক বিতরণ করলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক মুসলিম যুবক । ভাতার থানার মুরাতিপুর গ্রামের আদিবাসী পাড়া, দাসপাড়া ও হিন্দু পাড়ার বেশ কিছু মহিলার হাতে আজ বুধবার নতুন কাপড় তুলে দিয়ে আসেন তিনি । পাশাপাশি মহাষ্টমীর দিনের কথা মাথায় রেখে তিনি পরিবারগুলিকে ময়দা,তেলের পাশাপাশি বেশ কিছু শুকনো খাবার কিনে দিয়েছেন ।
জানা গেছে,ওই যুবকের নাম আমির শেখ ৷ মুরাতিপুর বাসস্ট্যান্ড এলাকায় তার বাড়ি । মূলত পশুপাখি প্রেমী হিসাবে পরিচিত হলেও দুই সম্প্রদায়ের বিভিন্ন উৎসবে দুঃস্থ পরিবারগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা যায় তাকে ৷ ওই গ্রামেই আদিবাসী পাড়া, দাসপাড়া ও হিন্দু পাড়ায় বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস । পরিবারগুলি খুবই হতদরিদ্র । জনমজুরি অথবা ভিক্ষা করে তারা সংসার চালান । কয়েক বছর ধরেই শারদোৎসবে পরিবারগুলির মহিলা ও শিশুদের নতুন পোশাক কিনে দিয়ে আসছেন আমির । তিনি জানান, পোশাক ও খাদ্যসামগ্রী কেনার জন্য শফিউল আলম এবং বাপি শেখ নামে তার দুই বন্ধু তাকে আর্থিকভাবে সহায়তা করেছেন ।।