এইদিন ওয়েবডেস্ক,নেত্রকোনা(বাংলাদেশ),২৪ জুলাই : মা যে বাড়ির পরিচারিকা, সেই বাড়ির গৃহকর্তীকে পিটিয়ে লুটপাট চালিয়ে চম্পট দিল মুসলিম যুবক । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার (Kalmakanda Upazila)রংছটি ইউনিয়নের (Rangchati Union) বড়ুয়াকোনা(Baruakona) এলাকায় । আহত শিক্ষিকা প্রীতিলতা কুবি (Pritilata Kubi,৫৯) কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন । এই ঘটনায় ইউনিয়নের চিকুনটুপ ( Chikuntup) গ্রামের বাসিন্দা মোহম্মদ সাব্বিরের Mahammad Sabbir (১৯) বিরুদ্ধে কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানিয়েছে, শিক্ষিকার ওপর হামলা ও লুটপাটের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে । সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মুসলিম জিহাদিদের দ্বারা একের পর হিন্দু পরিবারের উপর হামলার ঘটনার মধ্যে বড়ুয়াকোনার শিক্ষিকার উপর হামলার ঘটনায় নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকার সংখ্যালঘু মানুষদের মধ্যে ।
জানা গেছে,কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা সাধু ফেডারেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন প্রীতিলতা কুবি । অনান্য দিনের মত শনিবার সকালেও বাজারে গিয়েছিলেন প্রীতিলতাদেবীর স্বামী । সেই সময় সকাল প্রায় সাড়ে ৭ টা নাগাদ তাঁদের বাড়িতে ঢুকে পড়ে মোহম্মদ সাব্বির । তারপর সে দামিদামি জিনিসপত্র বগলদাবা করতে শুরু করে । প্রীতিলতাদেবী বাধা দিতে গেলে তাঁর মুখে ঘুঁষি মারে ওই দুষ্কৃতী । তিনি মাটিতে পড়ে গেলে গলা টিপে শ্বাসরোধ করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে । প্রীতিলতাদেবী অজ্ঞান হয়ে পড়লে তিনি মারা গেছে মনে করে তাঁকে ছেড়ে মালপত্র লুটপাট করে পালিয়ে যায় ওই দুষ্কৃতী । বেশ কিছুক্ষন পরে প্রীতিলতাদেবীর স্বামী ফিরে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ।
রবিবার হাসপাতালের বেডে শুয়ে প্রীতিলতাদেবী বলেন, ‘ওই যুবক আমাদের প্রতিবেশী। তার মা প্রায় দিনই আমাদের বাড়ির টুকটাক কাজ করে দেয় । তার ছেলে যে এমন কাজ করবে স্বপ্নেও কল্পনা করিনি ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন,ওই যুবক মোবাইল ফোন,বেশ কিছু স্বর্ণালংকার এবং টাকা নিয়ে পালিয়ে গেছে । স্থানীয় ইউপি সদস্য আতাউল হক গণি জানান, সাব্বির আগেও এলাকায় এই ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে ।।