এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,৩০ মার্চ : বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী,তার প্রাক্তন স্ত্রী অঞ্জনা পান্ডে ওরফে আলিয়া জয়নাব সিদ্দিকী এবং তাদের দুই নাবালক সন্তানকে আগামী ৩ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । অভিনেতার দায়ের করা একটি হেবিয়াস কর্পাস পিটিশনের বৃহস্পতিবার শুনানি করছিল বম্বে হাইকোর্টের বিচারপতি রেবতী মোহিতে ডেরে এবং শর্মিলা দেশমুখের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ । আদালত নির্দেশ দিয়েছে যাতে সন্তানদের স্বার্থে তাদের সমস্যাগুলির একটি শান্তিপূর্ণ নিষ্পত্তির সম্ভাবনা অন্বেষণ করা হয় । শুনানিতে নওয়াজউদ্দিনের প্রাক্তন স্ত্রী অঞ্জনা পান্ডেকে তাদের ১২ বছর বয়সী মেয়ে এবং ৭ বছর বয়সী ছেলেকে সামনে নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয় ।
অভিনেতা অভিযোগ করেন যে তার স্ত্রী তাকে না জানিয়ে শিশুদের দুবাই থেকে ভারতে নিয়ে এসেছেন এবং তারা স্কুলে যাচ্ছে না বলে তাদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে । নওয়াজউদ্দিন সিদ্দিকীর আইনজীবী আদনান শেখ বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা প্রস্তাবিত সম্মতির শর্ত পাঠিয়েছিলাম । কিন্তু ছয় দিন কেটে গেল, কোন উত্তর আসেনি । তিনি বেঞ্চের কাছে সন্দেহ প্রকাশ করে বলেছেন যে নওয়াজউদ্দিন সিদ্দিকীর প্রাক্তন স্ত্রী হয়তো বিষয়টি নিষ্পত্তি করতে চান না । অন্যদিকে অঞ্জনা পান্ডের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৈতন্য পুরাঙ্কর দাবি করেছেন যে অঞ্জনাও বিষয়টি নিষ্পত্তি করতে চান ।।