এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ মার্চ : রবিবার মধ্য রাতে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের গার্ডেনরিচের মোল্লাবাগান এলাকার একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়েছে । আশেপাশেই ছিল বেশ কিছু ঝুপড়ি । বহুতলের ধ্বংসাবশেষ ঝুপড়ির উপর পড়ে । ঝুপড়িবাসীরা ঘুমন্ত অবস্থায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায় । এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে । সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখনো পর্যন্ত ২ জন মহিলার মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১৫ জন । আহতদের পাঁচ জন এসএসকেএমের ট্রমা কেয়ারে চিকিত্সাধীন । তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে উদ্ধার অভিযান চলছে ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করেছেন,’কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গার্ডেনরিচ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের বাড়ি ধসের বিপর্যয়ের কথা জেনে দুঃখিত। আমাদের মেয়র, দমকল মন্ত্রী, সচিব এবং পুলিশ কমিশনার, নাগরিক, পুলিশ, অগ্নি ও বিপর্যয় ব্যবস্থাপনার আধিকারিক এবং দলগুলি (এনডিআরএফ, কেএমসি এবং কেপি দলগুলি সহ) দুর্যোগ মোকাবিলায় সারা রাত কাজ করেছে ৷ নিহতদের নিকটাত্মীয় এবং আহত ব্যক্তিদের আমরা ক্ষতিপূরণ দেবো। আমরা দুঃস্থ পরিবারের পাশে আছি ।’
প্রসঙ্গত,গার্ডেনরিচের বিভিন্ন এলাকাতেই দীর্ঘদিন ধরেই বেআইনি নির্মাণকাজ চলছে বলে অভিযোগ । রবিবার রাতে ভেঙে পড়া বহুতলটিও বেআইনি ভাবে নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ। চার তলা তৈরির পরই কাজ বন্ধ করার অনুরোধ করেছিলেন বহুতলের আশপাশের ঝুপড়িবাসীরা । যদিও কলকাতা পুরসভা সেই অনুরোধ কর্ণপাত করেনি ।
এদিকে এই ঘটনায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া হল, ‘গার্ডেনরিচ, মেটিয়াব্রুজে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ড এলাকার হাজারী মোল্লা বাগানে একটি পাঁচ তলা ভবন (অবৈধভাবে নির্মিত) ধসে পড়েছে । এই নির্দিষ্ট এলাকাটি কলকাতার মাননীয় মেয়র এবং পৌর বিষয়ক মন্ত্রীর তথাকথিত ‘সিটাডেল’-এর অধীনে পড়ে । আমি অবিলম্বে উদ্ধার ও ত্রাণের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দলকে জড়িত করার জন্য রাজ্যের গৃহমন্ত্রকের প্রধান সচিব, কলকাতাকে সিপিকে অনুরোধ করছি। আমি সম্ভাব্য হতাহতের বিষয়ে লাগাতার কল পাচ্ছি। অনুগ্রহ করে যে কোনো দল পাঠান যারা ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সাহায্য করতে পারে, সে ফায়ার সার্ভিসম্যান, পুলিশ বা অন্য কোনো দলই হোক।’ দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক পাল্ডেন শেরপাকে ট্যাগ করেছেন শুভেন্দু অধিকারী ।।