দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৬ মার্চ : ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল জনৈক এক প্রৌঢ়া বিধবা মহিলার মাটির বাড়ি । সেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি দুটি পাকা বাড়িতেও । সব মিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার শিলুড়ি গ্রামে । প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । সর্টসার্কিটের কারনেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলবাহিনীর ।
জানা গেছে,শিলুড়ি গ্রামের বাসিন্দা ওই প্রৌঢ়া বিধবা মহিলার নাম হাজিরা বিবি । তিনি খড়ের ছাউনি দেওয়া মাটির একতলা বাড়িতে বসবাস করতেন । পাশাপাশি দুটি পাকা বাড়িতে পৃথক সংসারে থাকেন মহিলার দুই ছেলে মনিরুজ্জামান ও বদরুজ্জামান । এদিন সকালে মহিলার বাড়ির খড়ের ছাউনিতে আগুন ধরে দাউদাউ করে জ্বলতে শুরু করে । সেই আগুন ছড়িয়ে পড়ে মহিলার দুই ছেলের বাড়িতেও । মনিরুজ্জামানের বাড়ির ছাদের জলের প্লাস্টিকের ট্যাঙ্কটি গলে যায় । বদরুদ্দোজামানের বাইকে আগুন ধরে দুটি চাকা প্রচন্ড শব্দে ফেটে । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । শেষে দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে । কিন্তু তার আগেই হাজিরা বিবির বাড়ির সমস্ত সামগ্রী ভস্মীভূত হয়ে যায় । এখন সর্বস্ব খুইয়ে পথে বসেছেন ওই অসহায় বিধবা মহিলা ।।