এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৯ নভেম্বর : ছেলের প্রাইভেট টিউটরের মগজ ধোলাইয়ে সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হয়ে পড়েন এক গৃহবধু । তারপর নাবালক ছেলে ও নিজে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনে নাম লেখান । ছেলেকে সন্ত্রাসবাদের প্রশিক্ষণ নিতে পাঠিয়ে দেন পার্বত্য এলাকায় জঙ্গি প্রশিক্ষণ শিবিরে । তদন্তে মহিলা ও তাঁর ছেলের সন্ত্রাসবাদী সংগঠনে জড়িয়ে পড়ার বিষয়ে জানতে পারে নিরাপত্তাবাহিনী মহিলাকে আটক করে । মহিলার মাথা থেকে সন্ত্রাসবাদের ভুত নামাতে চারদিন ধরে তাঁকে বোঝানোর চেষ্টা চালায় তদন্তকারী দল । বর্তমানে ওই মহিলা ছেলেকে ফিরিয়ে আনতে কান্নাকাটি শুরু করে দিয়েছেন । ঘটনাটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের । বুধবার (৯ নভেম্বর ২০২২ ) সকালে ঢাকার কাওরানবাজারে মিডিয়া সেন্টারে আম্বিয়া সুলতানা এমিলি নামে ওই মহিলাকে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ।
জানা গেছে,আম্বিয়া সুলতানা এমিলি নারায়ণগঞ্জের বন্দর এলাকায় স্বামী এবং ১৫ বছর বয়সী ছেলে আবু বক্কর রিয়াসাদ রাইয়ানকে নিয়ে থাকতেন । এয়ারলাইন্সের কেবিন ক্রু হিসাবে কাজ করতেন ওই মহিলা । ২০২১ সালের শুরুর দিকে গৃহশিক্ষক আল-আমিনের মাধ্যমে সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হন রাইয়ান ও তার মা এমিলি । তার যোগ দেয় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে এক সন্ত্রাসবাদী সংগঠনে । চাকরি ছেড়ে দেন সুলতানা । গত মার্চ মাসে ছেলেকে গৃহশিক্ষক আল আমিনের সঙ্গে হিজরতে পাঠান তিনি । কিন্তু বিষয়টি জানতেন না এমিলির স্বামী । এমিলিও স্বামীর কাছে সব কিছু গোপন করে যান । এদিকে ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় চলতি বছরের মার্চে থানায় একটি নিখোঁজ ডাইরি করেন এমিলির স্বামী । পরে র্যাব নিরুদ্দেশ হয়ে যাওয়া ৫৫ জনের তালিকা প্রকাশ করলে তখন তিনি জানতে পারেন তাঁর ছেলে রাইয়ান সন্ত্রাসবাদের প্রশিক্ষণ নিতে পার্বত্য এলাকায় চলে গেছে । গত ৫ নভেম্বর এমিলিকে উদ্ধার করার পর চারদিন ডি-রেডিকালাইজেশনের মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় রাখা হয়।
এদিন সাংবাদিকদের সামনে ওই মহিলা কাঁদতে কাঁদতে বলেন,’জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে ওই সংগঠনটি মূলত অল্প বয়সী মেধাবী ছেলেমেয়েদের টার্গেট করছে । প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ আমার ছেলেকে উদ্ধারের করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করুন । আমার ছেলের মতো যেন আর কোনো সন্তান এভাবে সন্ত্রাসবাদে না জড়ায় ।’
প্রসঙ্গত,সন্ত্রাসবাদী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া বাংলাদেশে ভিত মজবুত করে ফেলেছে । এখনও পর্যন্ত তারা সেভাবে দেশে নাশকতার চালাতে না পারলে তরুন কিশোরদের মগজ ধোলাই করে ব্যাপক হারে তাদের সন্ত্রাসী কাজকর্ম চালানোর প্রশিক্ষণ দিচ্ছে । প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছে বাংলাদেশের পার্বত্য এলাকায় । সংগঠনটি দেশের জিহাদি মানসিকতা সম্পন্ন বিত্তশালীদের কাছ থেকে অর্থ পেয়ে যাচ্ছে প্রশিক্ষণ শিবির চালানো এবং অস্ত্রসস্ত্র কেনার জন্য । মঙ্গলবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে অর্থ সরবরাহকারী আব্দুল হাদি সুমন ওরফে জন, আবু সাঈদ শের মোহাম্মদ এবং রনি মিয়া নামে তিন কট্টরপন্থীকে গ্রেফতার করেছে র্যাব । তাদের কাছ থেকে সন্ত্রাসবাদ সম্পর্কীয় বই,নয়টি লিফলেটসহ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে ।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এদিন জানান,উগ্রবাদী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার মহিলা শাখা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে । বেশ কিছু মহিলাও সন্ত্রাসবাদের প্রশিক্ষণ নিতে গেছে বলে খবর পাওয়া গেছে । মানুষ যাতে সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ না হয় সেই লক্ষ্যে সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করছে র্যাব ।।