এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩১ জুলাই : ছেলে-বউমার প্রতি রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন এক বিধবা প্রৌঢ়া । গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যারও চেষ্টা করেন । কিন্তু বরাত জোরে প্রাণ বেঁচে যায় । শেষ পর্যন্ত জয়াবতী ঘোষ(৫৮) নামে ওই প্রৌঢ়ার অস্থায়ী ঠিকানা হয় কাটোয়ায় পুরসভা পরিচালিত ভবঘুরেদের আশ্রয়স্থল ‘ঠিকানা’য় । শনিবার সেখান থেকে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন ছেলে বংশিধর ঘোষ ।
জানা গেছে, জয়াবতী ঘোষের বাড়ি কাটোয়ার রোণ্ডা গ্রামে । অনেক দিন আগেই তাঁর স্বামী মারা গেছেন। বাড়িতে আছেন ছেলে,বউ ও এক নাতি । গত ৩০ জুন তিনি বাড়ি থেকে পালিয়ে কাটোয়া শহরে এসে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন । কিন্তু ভাগক্রমে পুলিশের নজরে পড়ে যায় । এরপর পুলিশ তাঁকে উদ্ধার করে ‘ঠিকানা’য় এনে রাখে ।
পুলিশ সুত্রে জানা গেছে,গত ৭ জুলাই কাটোয়া থানায় নিখোঁজ ডাইরি করেছিলেন জয়াবতীদেবীর ছেলে বংশিধর ঘোষ । তবে জয়াবতীদেবী তাঁর নাম পরিচয় জানাতে না চাওয়ায় পুলিশ তখনকার মত মহিলার ছেলেকে কিছু জানাতে পারেনি । সম্প্রতি ওই মহিলা পুলিশের কাছে তাঁর পরিচয় জানায় । এরপর কাটোয়া থানা থেকে খবর পেয়ে এদিন মহিলার ছেলে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান ।।