এইদিন ওয়েবডেস্ক,কাছাড়,১৭ আগস্ট : কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসার ছাত্রাবাসের বাইরে যাওয়ার অপরাধে এক নাবালক পড়ুয়াকে জবাই করল ওই মাদ্রাসার ইমাম । আসামের কাছাড় জেলার লায়লাপুর এলাকার ঘটনা । রবিবার ওই পড়ুয়ার গলা কাটা রক্তাক্ত দেহ উদ্ধারের পর খুনি ইমাম মুকছিল রেহমান খানকে গ্রেফতার করেছে পুলিশ । ঘাতক ইমামের বিরুদ্ধে আইপিসি ৩০২(খুন) ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে । অভিযুক্ত মুকছিল রহমান খানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । পাশাপাশি মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
জানা গেছে,লায়লাপুর এলাকার দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার পড়াশোনা করত ১২ বছরের নিহত কিশোর । মাস তিনেক আগে ধর্মীয় শিক্ষা নেওয়ার জন্য তাকে ওই মাদ্রাসায় ভর্তি করেছিল পরিবার । মাদ্রাসার ছাত্রাবাসেই থাকত ওই কিশোর । ঘটনার দিন ওই পড়ুয়া মুকছিল রেহমান খানকে না জানিয়ে ছাত্রাবাস থেকে বেরিয়ে গিয়েছিল । এতে বেজায় ক্ষুব্ধ হয় ইমাম । তার জেরে সে একটা ধারালো ছুরি দিয়ে কিশোরের গলার শ্বাসনালী কেটে খুন করে বলে অভিযোগ । সকালে নামাজের জন্য কিশোরের সহপাঠীরা ডাকতে গেলে তার গলাকাটা রক্তাক্ত দেহ ছাত্রাবাসের ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে । পরে কিশোরের দেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক ইমামকে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি মাদ্রাসার আরও ১৩ জন ছাত্রকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে । পুলিশ মাদ্রাসাটি আপাতত বন্ধ করে দিয়েছে ।।