প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান০৬ জুন : বজ্রপাতে মৃত্যুর ঘটনায় বিরাম পড়ছে না পূর্ব বর্ধমানের জামালপুরে ।শনিবার প্রবল বজ্রপাতে জামালপুর থানা এলাকায় ৪ জন বাসিন্দার মৃত্যু হয় । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার বিকালে ফের বজ্রপাতে মৃত্যু হল জামালপুরের এক নাবালিকার । বজ্রপাতে এই ভাবে প্রতিদিন একের পর সহনাগরিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া
নেমে এসেছে জামালপুরের বাসিন্দা মহলে ।
পুলিশ জানিয়েছে , এদিন বজ্রপাতে মারা যাওয়া নাবালিকার নাম মন্দিরা পাখিরা (১০)। তাঁর বাড়ি জামালপুরে জ্যোৎশ্রীরাম পঞ্চায়েতের মাঠশিয়ালি গ্রামে । মৃতার বাবা সাহেব পাখিরা জানিয়েছেন , এদিন বিকালে বাড়ির কাছের জমিতে খেলা করছিল তাঁর মেয়ে । সেই সময়ে হঠাৎই বজ্রপাতে তাঁর মেয়ে মন্দিরা মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।একমাত্র মেয়ের এমন মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন মা মানবি পাখিরা।ময়নাতদন্তের জন্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে । বিডিও শুভঙ্কর মজুমদার জানিয়েছন ,অত্যন্ত দুঃখ জনক ঘটনা । প্রশাসন নাবালিকার পরিবারের পাশে রয়েছে ।
অন্যদিকে এদিনই জেলায় কালনায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয় । মৃতর নাম বেচারাম সাঁতরা (৫৯)। কালনার ভবানন্দপুর এলাকায় তাঁর বাড়ি । পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে , এদিন বিকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয় । তা দেখে মাঠে বাঁধা থাকা নিজের পোষ্য গরুকে আনতে বেচারাম সাঁতরা মাঠে যান । তখনই বজ্রপাতে জখম হয়ে তিনি মাঠে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন মাঠে গিয়ে তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক বেচারাম সাঁতরাকে মৃত বলে ঘোষনা করেন ।।