এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৪ জুলাই : তেলেঙ্গানার হায়দ্রাবাদে টাওয়ার থেকে পড়ে মালদার এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । মৃতের নাম বেনারুল ইসলাম(২৫) । তার বাড়ি মালদা জেলার রতুয়া-১ ব্লকের চাঁদমুনি-২ গ্রাম পঞ্চায়েতের আন্ধার গ্রামে । বৃহস্পতিবার টাওয়ারে উঠে কাজ করার সময় কোনরকম ভাবে সেখান থেকে নিচে পড়ে মৃত্যু হয় তার ৷ রবিবার ভোরে দেহটি গ্রামে নিয়ে আসা হয় । আজ সোমবার সকালে কবরস্থ করা হয়েছে । এদিকে ঠিকাদারের বিরুদ্ধে যুবককে জোর করে টাওয়ারে উঠতে বাধ্য করা অভিযোগ তুলেছে মৃতের পরিবার ।
জানা গেছে,চাঁদমুনি-২ অঞ্চলের আন্ধার গ্রামের বাসিন্দা বেনারুল ইসলামের বাড়িতে রয়েছেন বাবা,মা ও স্ত্রী । স্ত্রী সইফুন্নিসা ৯ মাসের অন্তঃসত্ত্বা । দিন দশেক আগে ঠিকাদারের অধীনে হায়দরাবাদে শ্রমিকের কাজ করতে গিয়েছিল ওই যুবক । কিন্তু তাকে এলএন্ডটি-এর টাওয়ার নির্মানের কাজে লাগানো হয় বলে অভিযোগ ।
আবু তাহের বলেন,’আমার ছেলে টাওয়ার সম্বন্ধে কিছু জানত না । সেই কারনে আমার ছেলে টাওয়ারে উঠে কাজ করতে অস্বীকার করেছিল । কিন্তু ঠিকাদার তাকে অন্যত্র কাজের প্রতিশ্রুতি দিয়ে টাওয়ারে উঠতে বাধ্য করে । কিন্তু কোন কারণে আমার ছেলে সেখান থেকে পড়ে মারা গেছে ।’ তিনি বলেছেন, আমরা গরীব মানুষ । সরকার থেকে আমাদের অনুদান দেওয়া হোক ।’ চাঁদমুনি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান আসফাতুর রহমান জানান,যুবকের পরিবার যাতে পরিযায়ী শ্রমিকদের জন্য নির্ধারিত ২ লক্ষ টাকার সরকারি অনুদান পায় সেই বিষয়ে তিনি তদ্বির করবেন । এই বিষয়ে আশ্বাস দিয়েছেন রতুয়া-২ ব্লকের বিডিও রাকেশ টপ্পু ।।

