এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ নভেম্বর : রেশন দুর্নীতি কান্ডে জেলে যাওয়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে ঘুঁষি মারলেন মানসিক ভারসাম্যহীন এক যুবক । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্নেহধন্য “বালু”র মুখে ঘুষি মেরে ওই যুবক তাকে রাস্তায় ফেলে দিয়েছেন বলেন অভিযোগ।রবিবার হাবড়া থেকে সল্টলেকে জ্যোতিপ্রিয়ের বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে । ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অভিষেক দাস ওরফে পাপাই । উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার জয়গাছির বাসিন্দা বলেই নিজের পরিচয় দিয়েছেন তিনি । তবে হামলাকারী যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসা চলছিল তার । ওই যুবকের পরিবারকে খবর দিয়েছে পুলিশ ।
রাজ্যের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে শীর্ষ স্থানে রয়েছে রেশন দুর্নীতি । জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকার সময়েই এই দুর্নীতি হয় । যদিও জ্যোতিপ্রিয় ও তার প্রধান সাগরেদ বাকিবুর রহমান দু’জনেই বর্তমানে জামিনে মুক্ত রয়েছে । এই বাকিবুরের সাহায্যেই জ্যোতিপ্রিয় রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতেন বলে ইডির দাবি ।
জানা যায়, সল্টলেকের বাড়িতে একটি অফিস রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের । রবিবার তিনি যখন ওই অফিসে প্রবেশ করছিলেন তখন হামলাকারী যুবক তার সঙ্গে দেখা করার নাম করে গিয়ে দু-একটা কিছু কথা বলেন৷ তারপর যুবক আচমকা জ্যোতিপ্রিয়ের মুখে ঘুষি মারেন । ঘুষি পড়তেই রাস্তায় পড়ে যান জ্যোতিপ্রিয় । মন্ত্রীর আর্ত চিৎকারে অফিসে থাকা কয়েক জন তৃণমূলকর্মী ছুটে এসে যুবককে ধরে ফেলে । যদি ওই তৃণমূলকর্মীরা তাকে ঠিক সময়ে না ধরত তাহলে যুবক জ্যোতিপ্রিয়কে ধরে আরও পিটিয়ে দিত হলে আশঙ্কা করা হচ্ছে । কারনতাঁকে তিন-চার জন মিলেও ঠেকাতে পারছিলেন না। পরে উত্তর বিধাননগর থানার পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে । প্রাক্তন মন্ত্রী বলেছেন, ‘কেন মারল বুঝতে পারছি না। থানায় লিখিত অভিযোগ জানাব।’।

