প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০২ নভেম্বর : মালগাড়ির বগির ছাদে চড়ে বসে রেল পুলিশ ও রেল যাত্রীদের নাস্তানাবুদ করে ছাড়লেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাওড়া- বর্ধমান কর্ড শাখার মসাগ্রাম স্টেশন এলাকায়। কোন অঘটন ছাড়া ওই ব্যক্তিকে মালগাড়ির বগির ছাদ থেকে নামানোর জন্য ট্রেনটি মসাগ্রাম স্টেশান ও রেল গেটের মাঝামাজি জায়গায় দাঁড় করিয়ে রাখা হয় । পাশাপাশি ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয় । এরপর শুরু হয় ওই ব্যক্তিকে নিচে নামানোর প্রচেষ্টা। প্রায় আধ ঘন্টা ধরে নানা ভাবে তোষামোদের পর ওই ব্যক্তি মালগাড়ির বগির ছাদ থেকে নিচে নামেন । তার পর হাঁপ ছেড়ে বাঁচেন রেল পুলিশের আধিকারিকরা । এই ঘটনার জেরে এদিন আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ডাউন লাইনে ট্রেন চলাচল বেশ খানিকটা সময়ের সজন্য বিঘ্নিত হয় ।
স্টেশানে থাকা রেল যাত্রী শেখ ফরিদ বলেন ,
মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি কখন ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মালগাড়ির বগির ছাদের উপরে চড়ে বেসেন তা কারুর নজরে আসেনি।মালগাড়িটি সন্ধ্যা ৬ টা ৫০ শের পর স্টেশান ছেড়ে যাওয়ার সময়ে বগিটি ঝাঁকুনি খেতেই ওই ব্যক্তি শোয়া অবস্থা থেকে বগির ছদেই উঠে বসেন। তখনই প্ল্যাটফর্মে বেসে থাকা যাত্রীরা ব্যক্তিকে দেখতে পান ।দ্রুত তাঁরা ঘটনার কথা জানান মসাগ্রাম স্টেশান কর্তৃপক্ষকে।তারা মাল গাড়িটিকে তড়িঘড়ি দাঁড় করিয়ে খবর দেন রেল পুলিশ কে। স্টেশান কর্তৃপক্ষ ও রেল পুলিশ সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বহু তোষামোদ করে ওই ব্যক্তিকে বগির ছাদ থেকে নিচে নামাতে সক্ষম হন ।ওই ব্যক্তিকে মালগাড়ির বগির ছাদ থেকে নামানোর জন্য দীর্ঘক্ষণ রেল গেট বন্ধ রাখতে হওায়ায় মেমারি তারকেশ্বর রোডে ব্যাপক যানজট তৈরি হয়। রেল পুলিশ ওই ব্যক্তিকে মালগাড়ির বগির ছাদ থেকে নিচে নামাতে সক্ষম হবার পর রাত ৮টা থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল ও মেমারি তারকেশ্বর রোডে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয় ।রেল পুলিশ মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির পরিচয় ও বাড়ির ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছে ।।