এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ অক্টোবর : বর্ধমানের এক বিজেপি নেত্রীর অশালীন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর ঘটনায় উত্তর ২৪ পরগণা জেলার বারাসতের আনন্দনগর এলাকার বাসিন্দা গেরুয়া শিবিরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজেশ সাহা(৩৫) । তিনি বারাসত আদালতে জুনিয়র আইনজীবী হিসাবে কাজ করেন এবং বজরংদলের সক্রিয় সদস্য বলে স্থানীয় ও পুলিশ সূত্রে খবর। আজ বুধবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে তাঁকে তিনদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
জানা গেছে,ভুক্তভোগী বিজেপি নেত্রী পূর্ব বর্ধমান জেলায় দলের একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে রয়েছেন । মাসচারেক আগে তাঁর একটি অশালীন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় । যদিও ভিডিও ‘বর্ধমান বাঁচাও’ নামে একটি ফেসবুক গ্রুপে ভিডিওটি পোস্ট করা হলে বিষয়টি তার নজরে পড়ে বলে জানান ওই নেত্রী । নেত্রীর অভিযোগ যে অশালীন একটি ভিডিওতে তাঁর মুখের ছবি বসিয়ে তার সম্মানহানি করার চেষ্টা করা হয়েছে।
জানা গেছে,ভিডিওটি নজরে পড়ার পর এনিয়ে কাটোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই বিজেপি নেত্রী । মামলাটি তদন্তের জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার ক্রাইম সেলকে দায়িত্ব দেওয়া হয় ।
পুলিশ সূত্রে খবর,তদন্তে সাইবার ক্রাইম সেল প্রথমে যে স্মার্টফোন থেকে ওই নেত্রীর অশ্লীল ভিডিও পোস্ট করা হয়েছিল সেটি চিহ্নিত করে । উন্নত তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে চিহ্নিত করা হয় ফোনটির ইএমআই নম্বর । আর তারপরেই ফোনের মালিক উত্তর ২৪ পরগণা জেলার বারাসতের আনন্দনগর এলাকার বাসিন্দা রাজেশ সাহার নাম জানতে পারে পুলিশ । কাটোয়া থেকে পুলিশের একটি দল গিয়ে তাকে গ্রেপ্তার করে । পুলিশের প্রাথমিক জেরায় ওই ভিডিও তার স্মার্টফোন থেকে পোস্ট করার কথা কবুল করেছেন তিনি । তবে তিনি ভিডিওটির উৎস সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন । রাজেশ সাহার মোবাইলটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানতে পেরেছে ওই বিজেপি নেত্রীর সম্মানহানি করতেই এই কুরুচিকর ভিডিও রাজেশের ঘনিষ্ঠ কেউ ছড়িয়েছিল ।
আজ আদালত প্রাঙ্গনে ওই বিজেপি নেত্রী বলেছেন, ‘যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আমি চিনি না । কিন্তু সে কেন এই ধরনের একটা ঘৃণ্য কাজ করে আমার সম্মানহানি করার চেষ্টা করল,কিছুই বুঝতে পারছি না । এই ঘটনার পিছনে আসল মাথাকেখুঁজে বের করুক পুলিশ ।’ পুলিশ জানিয়েছে,তদন্তের জন্য ধৃতের স্মার্টফোনটি ফরেনসিক ল্যাবেরটরিতে পাঠানো হবে ।।

